Ads:

  • সর্বশেষ

    চেহারা না দেখিয়ে কথা বলা যাবে হোয়াটসঅ্যাপের ভিডিও কলে - দৈনিক বাংলাদেশ দর্পণ

    বিভিন্ন প্রয়োজনে অনেকেই বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত অডিও-ভিডিও কল করেন থাকেন। তবে হঠাৎ কেউ ভিডিও কল করলে প্রস্তুতি না থাকায় অনেক সময় বিব্রত হতে হয়। এ সমস্যা সমাধানে মোবাইল ফোনের ক্যামেরা বন্ধ রেখে ভিডিও কলে কথা বলার পাশাপাশি ইমোজি প্রতিক্রিয়া জানানোর সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।



    এছাড়া অডিও কল গ্রহণের আগে মাইক্রোফোন মিউট করার সুবিধাও চালু করছে মেসেজিং অ্যাপটি।

    হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবেটা ইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৫.১০.১৬ বেটা সংস্করণে “মাইক্রোফোন মিউট”, “ক্যামেরা অফ” এবং “ইমোজি রিঅ্যাকশন” এই তিনটি সুবিধা যুক্ত হচ্ছে।


    এসব সুবিধা চালু হলে অডিও কল গ্রহণের আগে মাইক্রোফোন মিউট করে রাখার পাশাপাশি ভিডিও কলের সময় চাইলেই ফোনের সামনের ক্যামেরা বন্ধ রেখে কথা বলা যাবে।


    এছাড়া ইমোজি রিঅ্যাকশন–সুবিধা কাজে লাগিয়ে ভিডিও কল চালু থাকা অবস্থায় ব্যবহারকারী ব্যক্তিরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারবেন।


    ডব্লিউএবেটা ইনফো জানিয়েছে, এসব সুবিধা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আপাতত শুধু গুগল প্লে বেটা প্রোগ্রামে যুক্ত নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী সুবিধাগুলো পাচ্ছেন। শিগগিরই এসব সুবিধা সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হতে পারে।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728