Ads:

  • সর্বশেষ

    গোয়ালঘরে পাওয়া গেল প্রায় ৩ কোটি টাকার স্বর্ণ

    বার্তা ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকায় গোয়ালঘর থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের এ চারটি স্বর্ণের বারের দাম প্রায় দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।



    শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 


    এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় হুদাপাড়া গ্রামের এক বসতবাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বারগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে জানানো হয়েছে।


    বিজ্ঞপ্তিতে বলা হয়, হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখার সংবাদ পায় বিজিবি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় হুদাপাড়া বিওপির একটি দল হুদাপাড়া গ্রামের হারুনের বসতবাড়ির কাছে পরিত্যক্ত গোয়াল ঘরে তল্লাশি চালায়।


    বিজিবি টহল দল গোয়াল ঘরের ভেতর নেটের ব্যাগে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ২.৩৩৫ কেজি ওজনের চারটি বার উদ্ধার করে। অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক হারুন পালিয়ে যান। 


    চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার ১৫০ টাকা। এ ঘটনায় নায়েক ইকবাল হোসেন বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন। জব্দকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা জমা করা হয়েছে।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728