যশোরে স্বর্ণের বারসহ গ্রেফতার ১ - বাংলাদেশ দর্পণ
নিজস্ব প্রতিবেদক : যশোর-নড়াইল সড়কের রয়টোকা বাজার থেকে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি সদস্যরা। বুধবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ওসমান গনি যশোর শহরের মোল্লাপাড়া এলাকার সৈয়দ আলী মণ্ডলের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল যশোর-নড়াইল সড়কের রয়টোকা বাজারে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করে, তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেটের ভিতরে বিশেষ কায়দায় লুকানো তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩১৯.৪৮ গ্রাম।
এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি হেডফোন ও নগদ দুই হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি স্বীকার করেছেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

No comments