Ads:

  • সর্বশেষ

    সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই চালকের। - বাংলাদেশ দর্পণ

    ওয়াকিল আহমেদ : (নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি। )

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকল হওয়া একটি ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় দুজন চালক নিহত হয়েছেন।



    বুধবার (১৬ এপ্রিল) শিমড়াইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এঘটনায় ট্রাকচালক রুবেলকে আটক করেছে হাইওয়ে পুলিশ।


    নিহতরা হলেন শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার সুলতান ঢালী ও একই জেলার ফজলু মাদবরের ছেলে সুমন মিয়া।


    নিহতরা উভয়ে ট্রাকচালক।

    প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ দৈনিক বাংলাদেশ দরপন কে জানান, শিমরাইলের চট্টগ্রামগামী লেনের রিনালয় সিএনজি পাম্পের সামনে একটি ট্রাক বিকল হয়ে যায়। বিকল হওয়া গাড়িটি ঠিক করার জন্য গাড়ির চালক ও স্ট্যান্ডের আরেকজন চালক কাজ করছিল। এসময় দ্রুতগতির আরেকটি ট্রাক এসে থেমে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেয়।


    এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

    শিমরাইল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আবু নাঈম দৈনিক বাংলাদেশ দরপন কে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার চালক রুবেলকে আটক করে ট্রাকটি জব্দ করা হয়। নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তবে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728