Ads:

  • সর্বশেষ

    অমন্তসেন তঞ্চঙ্গ্যা নামে ব্যাক্তির হত্যাকান্ডে অভিযুক্ত আসামি গ্রেফতার-১ - বাংলাদেশ দর্পণ

    বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা.

    বান্দরবান পার্বত্য জেলা রোয়াংছড়ি উপজেলার নাথিংঝিরি এলাকায় অমন্তসেন তঞ্চঙ্গ্যা (৪৬) নামে ব্যক্তির হত্যাকাণ্ডে জড়িত ঘটনায় পুলিশ একজন অভিযুক্ত আসামি কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।



    আজ: ২০ সেপ্টেম্বর রোজ:(শনিবার) এক সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা পুলিশ সুপার জনাব: মোঃ শহিদুল্লাহ কাওসার পিপিএম (বার) বিষয়টি নিশ্চিত করেছেন।


    অমন্তসেন তঞ্চঙ্গ্যা (৪৬) পেশায় একজন ইজি বাইকার (টমটম) চালক। তিনি প্রতিদিনের মতো গত ১৪ সেপ্টেম্বর টমটম চালানো শেষে তার টমটম টি তার ভাইয়ের বাসায় চার্জে দিয়ে তার বাসায় রওনা করেন। তারপর থেকে তিনি নিখোঁজ বাসায় আর ফিরেন নি। পরদিন সকালে তার বাড়ি সদস্য রা রোয়াংছড়ি থানায় এ বিষয়ে অবগত করেন। পরে রোয়াংছড়ি থানা পুলিশ, ফায়ার সার্ভিস সহ নিখোঁজ হওয়া অমন্তসেন তঞ্চঙ্গ্যা কে অনেক খোঁজাখুঁজি করেন। পরে গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বান্দরবান তারাছা ক্যাচিং ঘাটা এলাকার সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় এক লাশ দেখতে পেলে এলাকাবাসী পুলিশকে অবগত করেন পরে পুলিশ গিয়ে নিশ্চিত করেন তিনি নিখোঁজ হওয়া অমন্তসেন তঞ্চঙ্গ্যা। পরে পুলিশ ঘটনাস্থলে বিভিন্ন আলামত সংগ্রহ করলে এক চৌকস পুলিশ দল এ‌ বিষয়ে তদন্ত শুরু করেন। পরে আজ এক গোপন সুত্রে, অমন্তসেন তঞ্চঙ্গ্যা (৪৬) নামে ব্যাক্তির হত্যাকান্ডে জড়িত অভিযুক্ত আসামি রাজন্ত তঞ্চঙ্গ্যা (২৩) নামে ব্যাক্তি কে পুলিশ আজ গ্রেফতার করতে সক্ষম হয়।


    বান্দরবান রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব: মোঃ এম সাকের আহমেদ জানান, ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছিল। অবশেষে, গোপন সংবাদের ভিত্তিতে রোয়াংছড়ি থানার একটি চৌকস দল রাজন্ত তঞ্চঙ্গ্যাকে আজ গ্রেফতার করতে সক্ষম হয়।


    পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন্ত তঞ্চঙ্গ্যা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। পুলিশ এই হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য এবং এতে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।


    আজ পুলিশের আইনি কার্যক্রম শেষে আসামি কে আদালতে প্রেরণ করা হয়েছে। 


    এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মানিত বান্দরবান জেলা পুলিশ সুপার জনাব: মোঃ শহিদুল্লাহ কাওসার পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার জনাব: মোঃ আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব: জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার জনাব: মান্না দে, বান্দরবান রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব: এম সাকের আহমেদ সহ পুলিশের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক রা উপস্থিত ছিলেন।‌

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728