বান্দরবান রুমা আবাসিক এ ফেরানো হলো শিক্ষার্থীদের ।
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা.
বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার আদিবাসী আবাসিক উচ্চ বিদ্যালয়ে হঠাৎ খাদ্য ও অনান্য সমস্যা দেখা দিলে রুমা আদিবাসী আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সাময়িক ছুটি ঘোষণা করা হয়।
আজ: ২০ সেপ্টেম্বর রোজ: (রবিবার) সাময়িক ছুটি প্রত্যাখ্যান করে আজ বান্দরবান রুমা আদিবাসী আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়মিত কার্যক্রমে ফেরানো হয়েছে। এতে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, গত (শুক্রবার) বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলু ত্রিপুরা নির্ধারিত সরকারি ছুটির পাঁচদিন আগেই ২৮৬ জন শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেন। তবে নির্ধারিত সরকারি ছুটি হওয়ার কথা ছিলো ২৫ সেপ্টেম্বর হতে। এ খবর অভিভাবক ও স্থানীয় দের মাঝে ছড়িয়ে পড়তেই ক্ষোভের সৃষ্টি হয়। পরে আলোচনার মাধ্যমে আজ থেকে বান্দরবান রুমা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক দের নিয়মিত কার্যক্রমে ফেরানো হয়েছে।
বান্দরবান রুমা আদিবাসী আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলু ত্রিপুরা জানান, গত ৩ মাস যাবত ছাত্রাবাসে কোনো খাদ্য বাবদ না পাওয়ায় পরে তিনি স্থানীয় একটি দোকান থেকে ধার নিয়ে খাদ্য সামগ্রী নিয়ে ছাত্রাবাস কনটিনিউ করতে থাকেন পরে হঠাৎ ঐ দোকানে বকেয়া অর্থ বাবদ বিপুল পরিমাণ হয়ে গেলো বাধ্য হয়ে তিনি কতৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেন বলে জানান।
শিক্ষার্থীর এক অভিভাবক জানান, সাময়িক ছুটি ঘোষণা করায় আমাদের ছেলেমেয়ে রা পড়াশোনা থেকে অনেকটা পিছিয়ে যাওয়ার অবস্থায় ছিলেন। পরে সাময়িক ছুটি প্রত্যাখ্যান করায় আবার আমাদের ছেলেমেয়ে রা নিয়মিত কার্যক্রমে ফিরতে পেরেছে। এটা নিঃসন্দেহে শিক্ষার্থীদের জন্য খুবই ভালো দিক বলে মনে করি।
বিদ্যালয়ে ৯ম-১০ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা জানান, সাময়িক ছুটি ঘোষণা করার পর থেকে আমরা পড়াশোনা থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছিলাম। আজ বিদ্যালয়ে ফিরতে পেরে আমরা অনেক আনন্দিত।
বিদ্যালয়ে পাঠদানকারী শিক্ষক রা জানান, গত ৩ মাস যাবত আমাদের কোনো বেতন প্রদান করা হয়নি। এতে আমাদের পারিবারিক আর্থিক অবস্থা খুবই চরম পর্যায়ে নেমে এসেছিল। তবে বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দ্রুত এ সংকট নিরসনে সরকারি জরুরি হস্তক্ষেপ প্রত্যাশায় রয়েছেন বলে জানান তারা।
No comments