বান্দরবানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চেক বিতরণ। - বাংলাদেশ দর্পণ
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা.
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান জেলার বিভিন্ন পূজা মণ্ডপের জন্য চেক বিতরণ করা হয়েছে।
আজ: ২২ সেপ্টেম্বর রোজ: (সোমবার) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল মনসুর, সদস্য মোঃ আবুল কালাম, মোঃ নাসির উদ্দিন, শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উৎযাপন পরিষদ বান্দরবান এর সম্মানিত সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু-সহ ৭টি উপজেলার দুর্গোৎসব উৎযাপন পরিষদ এর বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন মঠ, মন্দির পুরোহিত ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বান্দরবান জেলার ৭টি উপজেলার বিভিন্ন দুর্গোৎসব উৎযাপন পরিষদ এর নেতৃবৃন্দ দের হাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত অনুদান (চেক) বিতরণ করা হয়। অর্থের পরিমাণ সর্বমোট ২৫ লক্ষ টাকা বান্দরবান জেলার ৭টি উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গোৎসব উৎযাপন পরিষদ এর নেতৃবৃন্দ দের প্রদান করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বক্তব্যে বলেন, এ অনুদান প্রেরণের জন্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তিনি এবারের শারদীয় দুর্গোৎসব খুবই জাকজমকপূর্ণ ভাবে আয়োজন করার আহ্বান জানান।
তিনি আরো জানান, এ বারে বান্দরবান এর শারদীয় দুর্গোৎসব উৎযাপন যেন সুন্দর ও নিরাপদে উৎযাপিত হয় সে জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হতে সকল ধরনের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। এবং প্রতিটি পূজা মন্ডবে পূজারী রা যাতে নিরাপদে পূজা করতে পারেন সে জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
No comments