Ads:

  • সর্বশেষ

    বাবার আড়াই কোটি টাকা ঋণ নিয়ে যা বললেন রাফসান


     মা-বাবাকে একটি অডি গাড়ি উপহার দিয়ে আলোচনা-সমালোচনায় কন্টেন্ট ক্রিয়েটর মডেল রাফসান দ্য ছোট ভাই। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানোর পরই শুরু হয় পক্ষে-বিপক্ষে আলোচনা। এর মধ্যে একজন সামনে আনেন রাফসানের বাবার আড়াই কোটি টাকা ঋণ নেওয়ার তথ্য।


    তারপর কেউ কেউ বলতে শুরু করেন রাফসান চাইলে গাড়ি না কিনে বাবার কোম্পানির নেওয়া ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারতেন। আবার কেউ কেউ এর বিপরীতেও কথা বলেন। চলতে থাকে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা।

    তবে অনেকেই অপেক্ষায় ছিলেন বিষয়টি নিয়ে রাফসান কী ব্যাখ্যা দেন সেটি শোনার জন্য। মঙ্গলবার (১৪ মে) রাতে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ব্যাখ্যা দেন তিনি। 


    ভিডিওতে ঋণ নেওয়ার কথা স্বীকার রাফসান বলেন, বিষয়টি এখন আদালতে বিচারাধীন। সেখান থেকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঋণ পরিশোধ করব কীভাবে? কারণ আদালত  এখনো নির্ধারণ করে দেয়নি কত টাকা পরিশোধ করতে হবে।


    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728