Ads:

  • সর্বশেষ

    লিটনকে বিশেষ বিবেচনায় দলে রাখার রহস্য কী

    খেলাধুলা ::: একেবারেই ফর্মে নেই লিটন দাস। চরম রান খরায় ভুগছেন তিনি। অনেকগুলো ম্যাচেই হাসছে না লিটনের ব্যাট। তিন ফরম্যাটে সর্বশেষ ৪ ইনিংসে লিটনের রান- টেস্ট (২৫, ০, ৪ ও ৩৮), ওয়ানডে ( ৬, ১*, ০, ০) ও টি-টোয়েন্টি ( ৭, ১ , ২৩ , ১২)। অর্থাৎ সব ফরম্যাটেই সমান খারাপ সময় যাচ্ছে লিটনের।



    তিন ফরম্যাটের শেষ ১২ ইনিংসে একটি ফিফটিও নেই লিটনের। এসব ইনিংসে সর্বোচ্চ রান ৩৮। ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ‘ডাহা ফেল’ লিটন। তারপরও তাকে নেওয়া হবে। ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াডে লিটন আছেন। তাকে রেখেই দল আইসিসির কাছে ক্রিকেটারদের নামের তালিকা জমা দেওয়া হয়েছে।  নিউজের পাঠকরা এ খবর জেনে গিয়েছিলেন আগেই। জাগো নিউজের প্রতিবেদনে শুরু থেকেই লিখা হয়েছে, লিটন আছেন বিশ্বকাপ দলে। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। তিন ওপেনিং ব্যাটারের মধ্যে তানজিদ তামিম আর সৌম্য সরকারের সাথে রাখা হয়েছে লিটনকেও।


    টপঅর্ডারে ২ ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার দুজনই বাঁহাতি। তারপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বাঁহাতি। সাকিব আল হাসানও ‘ন্যাচারাল লেফট হ্যান্ডি’। এতগুলো বাঁহাতির সাথে উপরের দিকে একজন অন্তত ডানহাতি না রাখলে বিষয়টি কেমন দাঁড়ায়? তাতে করে প্রতিপক্ষ অধিনায়কের কৌশল সাজানো সহজ হয়ে যায়। পর পর বাঁহাতি ব্যাটারদের দেখে একজন বা দুজন অফস্পিনারকে দুই দিক থেকে ব্যবহার করা যায় সহজেই।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728