Ads:

  • সর্বশেষ

    পল্লী সঞ্চয় ব্যাংকের সিস্টেম অ্যানালিস্ট তানহারকে ঘিরে বিদেশযাত্রা–দুর্নীতি অভিযোগ: তদন্ত দাবি - বাংলাদেশ দর্পণ

    স্টাফ রিপোর্টার : 

    পল্লী সঞ্চয় ব্যাংকের সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ ইয়াহইয়া তানহারকে ঘিরে অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ, দুর্নীতি, সিন্ডিকেট চক্রের সঙ্গে সম্পৃক্ততা এবং অননুমোদিত অনুপস্থিতির অভিযোগ নিয়ে ব্যাংকের অভ্যন্তরে তীব্র সমালোচনা চলছে। অভিযোগ রয়েছে—সরকারি আদেশ (জিও) ছাড়া মাত্র নয় মাসে চারবার বিদেশ সফর করেছেন তিনি, যা সরকারি বিধির সরাসরি লঙ্ঘন।



    ব্যাংক সূত্র জানিয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুমতি ছাড়াই তানহার ২০২৩ সালের ১৮–২৪ অক্টোবর কানাডা, ২০২৪ সালের ২১–২৬ ফেব্রুয়ারি ভারত, ৫–১৫ এপ্রিল থাইল্যান্ড এবং ১৩–২৩ জুন সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। এসব ভ্রমণের সময়ে তিনি ব্যাংকে অননুমোদিত অনুপস্থিত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। পুলিশের বিশেষ শাখা (এসবি) তার পাসপোর্ট যাচাই করে বিদেশ সফরের সত্যতা নিশ্চিত করেছে।


    অভিযোগ রয়েছে—নিয়োগ, টেন্ডার ও সুবিধাবাণিজ্যের মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ বিদেশে পাচারের উদ্দেশ্যে এসব সফর করা হয়। তানহারকে সাবেক এমডি শেখ মো. জামিনুর রহমানসহ ব্যাংকের সিবিএ সিন্ডিকেটের গডফাদার হিসেবেও অভিযুক্ত করা হয়েছে।


    ট্রেনিং সেন্টারে গিয়ে পাওয়া যায়নি তানহারকে


    বিষয়টি নিয়ে ব্যাখ্যা জানতে বরিশাল সদর উপজেলা মিলনায়তনে চলমান ট্রেনিং সেশনে তানহারকে খুঁজতে গেলে তাকে পাওয়া যায়নি। উপস্থিত ডিস্ট্রিক্ট অফিসার (ডিও) হামিদা বেগম সাংবাদিকদের জানান,

    “তানহার ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন, কিন্তু মাত্র কয়েক মিনিট আগেই বের হয়ে গেছেন।”


    এরপর দীর্ঘ অনুসন্ধানের পর গোপন সংবাদের ভিত্তিতে তানহারকে পল্লী সঞ্চয় ব্যাংকের জেলা কার্যালয়ে পাওয়া যায়।


    অভিযোগ শুনেও বক্তব্য দিতে রাজি নন তানহার


    জেলা কার্যালয়ে উপস্থিত সাংবাদিকরা তানহারকে দেশের প্রচলিত নিয়ম ভেঙে বিদেশ সফর, সিন্ডিকেট দুর্নীতি এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন,

    “সংবাদ প্রকাশে আমার কোনো আপত্তি নেই।”


    এর আগে একাধিক লিখিত অভিযোগে CBA নেতাদের মাধ্যমে বদলি, ঋণ অনুমোদন, গৃহনির্মাণ ঋণ–সব ক্ষেত্রে ঘুষ বাণিজ্যের বিস্তারিত তুলে ধরা হয়। অভিযোগকারীরা দাবি করেছেন, তানহার এ সিন্ডিকেটের অন্যতম প্রভাবশালী সদস্য।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728