Ads:

  • সর্বশেষ

    গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত‌ ২

     নিজস্ব প্রতিবেদক 

    গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক কৃষকসহ ২ জন নিহত হয়েছেন। আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে সদর উপজেলার গোপালগঞ্জ-ঘোনাপাড়া সড়কের গোবরা এলাকা এবং রবিবার (১২ অক্টোবর) রাতে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ ফুকরা এলাকায় দুর্ঘটনা ঘটে।



    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।


    নিহত কৃষক নান্নু মোল্লা শহরের বেদগ্রাম এলাকার সোনামিয়া মোল্লার ছেলে ও অজ্ঞাত ওই নারীর নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।


    গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সকালে গোবরা এলাকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় কৃষক নান্নু মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


    অপরদিকে, ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় অজ্ঞাত বাসের চাপায় ওই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728