Ads:

  • সর্বশেষ

    নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা (ফেইডস) এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন - বাংলাদেশ দর্পণ

    শান্ত ইসলাম বিশেষ প্রতিনিধি : বরিশাল // বরিশালে গতকাল ৩০ আগষ্ট, ২০২৫ তারিখে বিকাল ৪ ঘটিকায় নগরীর বিভাগীয় গন গ্রন্থাগারের সেমিনার হলে নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা (ফেইডস) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা মিলন মেলার আয়োজন করা হয়েছে। 



    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লুচিকান্ত হাজং, অতিরিক্ত জেলা প্রশাসক, বরিশাল জেলা, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এবায়দুল হক চান, সভাপতি, চেম্বার অফ কমার্স, বরিশাল, জনাব ড. মাহমুদা রত্না উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্র দুমকি, পটুয়াখালী, জনাব মাহমুদুল হাচান খান, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা (BARI)রহমতপুর, বরিশাল, জনাব মো: বেলায়েত হোসেন, প্রিন্সিপাল লাইব্রেরিয়ান, কাম উপপরিচালক, বিভাগীয় সরকারি গ্রন্থাগার, বরিশাল, জনাব মো: জাকির হোসেন, নির্বাহী পরিচালক DWFপ্রশিক্ষন উইং ও সভাপতি ড্রাইভারস্ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, জনাব ফারহানা তাবাসসুম, রিজনাল ম্যানেজার, ব্রাক বিএলসি, বরিশাল। 


    জনাব রবিউল ইসলাম শান্ত এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফেইডস এর দপ্তর সম্পাদক জনাব জিসানা আফরিন। তিনি সংগঠন এর অতীত বর্তমান ও ভবিষ্যৎ এর কার্যক্রম নিয়ে বক্তব্য পেশ করেন। 


    এছারা প্রধান অতিথি তার বক্তব্যে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এ বিভিন্ন দিক তুলেধরেন ও নানা দিক নির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথিরা ও উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথি জনাব ওবায়দুল হক চান উদ্যোক্তা দের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ও তাদের যেকোনো প্রয়োজনে তিনি থাকবেন বলে আশা প্রদান করেন। 


    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জান্নাতুল ফেরদাউস, সভাপতি নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা (ফেইডস)। তিনি অতিথিদের কাছে উদ্যোক্তা উন্নয়ন এর জন্য বিভিন্ন দিক তুলেধরেন ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি উদ্যোক্তাদের পাশে থাকার জন্য প্রধান অতিথি ও বিশেষ অতিথি দের কাছে আহবান জানান।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728