বিটিএসডব্লিউএফ এর বিশেষ কর্মসূচী প্রকল্পের সাউন্ড সিস্টেম বিতর।
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
অর্থ বছর ২০২৪-২৫ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ও বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফোরাম এর বিশেষ কর্মসূচীর আওতায় গৃহীত প্রকল্প কার্যক্রম এ বান্দরবান সদর, রোয়াংছড়ি, আলিকদম ও নাইক্ষ্যংছড়ি এই ৪টি অঞ্চল কমিটির মাঝে সাউন্ড সিস্টেম বিতরণ সম্পন্ন হয়েছে।
আজ: ১০ অক্টোবর (শুক্রবার) বান্দরবান তঞ্চঙ্গ্যা ছাত্রাবাস প্রাঙ্গনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিতনময় তঞ্চঙ্গ্যা-র সঞ্চালনায় অনুষ্ঠানের সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সজিব তালুকদার, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফোরাম নাইক্ষ্যংছড়ি অঞ্চল কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফোরাম রোয়াংছড়ি অঞ্চল কমিটির সভাপতি সুজন কুমার তঞ্চঙ্গ্যা, এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়ি ও আলিকদম অঞ্চল কমিটির নেতৃবৃন্দ এবং বান্দরবান তঞ্চঙ্গ্যা ছাত্রাবাসের নিবাসীবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফোরাম বিটিএসডব্লিউএফ শিক্ষা, সংস্কৃতি, ঐক্য ও প্রগতি এই স্লোগান কে সামনে রেখে সকল ধরণের কার্যক্রম পরিচালিত করে থাকে। পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া তঞ্চঙ্গ্যা আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে ও জাতির কল্যাণে অবদান রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফোরাম বিটিএসভব্লিউএফ।
এ সময় বক্তারা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য রাজুময় তঞ্চঙ্গ্যা-র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভা সমাপ্তির শেষে বান্দরবান সদর, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়ি ও আলিকদম এই ৪টি অঞ্চল কমিটির মাঝে সাউন্ড সিস্টেম হস্তান্তর করেন উক্ত প্রকল্পের চেয়ারম্যান বিতনময় তঞ্চঙ্গ্যা।
উল্লেখ্য: বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েল ফেয়ার ফোরাম বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার অঙ্গ সংগঠন হিসেবে তঞ্চঙ্গ্যা জাতিগোষ্ঠীকে একটি শিক্ষিত, মুক্ত বুদ্ধির সৃজনশীল জাতি গঠনে কাজ করে থাকে।
No comments