Ads:

  • সর্বশেষ

    কড়াপুরে দেহ ব্যবসা রমরমা — প্রশাসনের নীরব ভূমিকায় - বাংলাদেশ দর্পণ

    বরিশাল প্রতিনিধি:

    ‎বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলছে দেহ ব্যবসার আখড়া। এলাকাবাসীর অভিযোগ, এই অনৈতিক ব্যবসার মূল হোতা স্থানীয় বাসিন্দা মসজিদ হাওলাদার (গুরিমনা)। বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের ফাঁদে ফেলে তিনি বছরের পর বছর ধরে এ ব্যবসা চালিয়ে আসছেন।


    ‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর ধরে লোকচক্ষুর আড়ালে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন মসজিদ হাওলাদার। পেশায় তিনি একজন অটোচালক হলেও সেটি কেবল মুখোশ। প্রকৃতপক্ষে তিনি বিভিন্ন নারীদের জড়িয়ে দেহ ব্যবসা পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।

    ‎এলাকাবাসীর দাবি, একাধিকবার বিয়ে করলেও সংসার টেকেনি তার। বর্তমানে স্ত্রী থাকা সত্ত্বেও গোপনে দেহ ব্যবসার মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন।

    ‎এলাকাবাসীর ক্ষোভ ৩নং ওয়ার্ডের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান,

    ‎“মসজিদ হাওলাদার দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত। বিয়ের প্রলোভন দেখিয়ে অনেক নারীর জীবন নষ্ট করেছে সে। আমরা বহুবার সামাজিকভাবে প্রতিবাদ করেছি, কিন্তু ভয়ে অনেকে মুখ খুলতে পারে না।”

    ‎এলাকায় নারী-পুরুষ নির্বিশেষে ক্ষোভ বিরাজ করছে। সাধারণ মানুষ মনে করছেন, এই দেহ ব্যবসার কারণে এলাকার তরুণ সমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা বাড়ছে।

    ‎প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ ।

    ‎এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনকে অবহিত করা হলেও কার্যত কোনো পদক্ষেপ নেয়া হয়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মসজিদ হাওলাদার দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন।

    ‎দ্রুত পদক্ষেপের দাবি

    ‎এলাকার সচেতন মহল বলছেন,

    ‎এভাবে চলতে থাকলে সমাজের জন্য এটা বড় হুমকি হয়ে দাঁড়াবে। আইনশৃঙ্খলা বাহিনীকে এখনই হস্তক্ষেপ করতে হবে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক, নইলে ক্ষতিগ্রস্ত হবে আগামী প্রজন্ম।

    ‎কড়াপুরে দীর্ঘদিন ধরে চলা দেহ ব্যবসার অভিযোগে জনমনে ক্ষোভ চরমে উঠলেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। এখন দেখার বিষয়, স্থানীয় প্রশাসন জনগণের দাবি কত দ্রুত বাস্তবে রূপ দেয় এবং এই অনৈতিক ব্যবসার অবসান ঘটায়।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728