কক্সবাজার রামু তে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ। - বাংলাদেশ দর্পণ
স্টাফ রিপোর্টার: সুকেল তঞ্চঙ্গ্যা।
কক্সবাজার রামু উপজেলার পুরানো শ্রীকুল বৌদ্ধ বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রামু থানা পুলিশ।
আজ: ২৮ সেপ্টেম্বর (রবিবার) আনুমানিক সকাল ১১:০০ ঘটিকায় এ ঘটনা ঘটে।
মৃত বৌদ্ধ ভিক্ষু গৃহির নাম: থুই নু মং মারমা (২২)। প্রকাশ নাম: কিমা চারা। তিনি রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী থানার দাপুয়া গ্রামের বাসিন্দা। তিনি মং শিপ্রু মারমা ও সিংমা অং এর পুত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার তিনি প্রতিদিনের মতো সকালের (ছোয়াইন) খাওয়া শেষে বিহারে নিজ রুমে প্রবেশ করেন। পরে তাকে যখন দুপুরের আহার (ছোয়াইন) খাওয়ার জন্য ওনার রুমে তাকে ডাকতে যাওয়া হয় তখন তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। এ ঘটনায় এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ কেউ আত্মহত্যার কথা বললেও আবার অনেকে মৃত্যুটিকে রহস্যজনক হিসেবে দেখছেন।
উল্লেখ্য: মৃত বৌদ্ধ ভিক্ষু দীর্ঘ ২ বছর ধরে ঐ বৌদ্ধ বিহারে দায়িত্ব পালন করে আসছিলেন।
কক্সবাজার রামু থানা পুলিশ ইনচার্জ (ওসি) সাইকুল আহমেদ ভুঁইয়া জানান, ঘটনা তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
No comments