টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি ম্যাচে চ্যাম্পিয়ন আলিকদম উপজেলা।
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক আয়োজিত বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সহযোগিতায় অনুষ্ঠেয় রেডিয়েন্ট সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর চ্যাম্পিয়ন বান্দরবান আলিকদম উপজেলা।
আজ: ২৭ সেপ্টেম্বর (শনিবার) বান্দরবান জেলা স্টেডিয়ামে বিকাল ৪:০০ ঘটিকায় মেঘ বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হয়েছে আসরের ফাইনাল দুই শক্তিশালী দল বান্দরবান আলিকদম উপজেলা বনাম বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলা।
হাড্ডাহাড্ডি ও টানটান উত্তেজনা ম্যাচে নির্ধারিত সময় শেষে ২_১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে আসরের চ্যাম্পিয়ন হয় বান্দরবান আলিকদম উপজেলা।
খেলার একপর্যায়ে হাতাহাতি ঘটনায় জড়িয়ে পড়েন উভয় দলের খেলোয়াড়রা। পরে সেনাবাহিনী ও ম্যাচ পরিচালনা কমিটির তাৎক্ষণিক সহযোগিতায় সেখানে আর তেমন বড় কিছু ঘটনা ঘটেনি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজোওয়ান (এএফডব্লিউসি পিএসসি) মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। সেক্টর কমান্ডার, এডিসি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, খুব শীঘ্রই আবারো বান্দরবান জেলায় কর্পোরেট ফুটবল লীগ আয়োজন করা হবে। যা নিঃসন্দেহে ফুটবলপ্রেমী ও জেলার খেলোয়াড় দের জন্য বড়ই সুখবর। তিনি আরো বলেন, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ এর পক্ষ থেকে বান্দরবান সেনা রিজিয়নকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রান্তিক জনগোষ্ঠী থেকে খেলোয়াড় বাছাই এর এ ধারাকে আশাকরি তারা অব্যহত রাকবে।
এসময় আয়োজকরা জানান, এ আয়োজন মূলত বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় লুকিয়ে থাকা প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করে প্রতিভা বিকাশের জন্য। এবং বান্দরবান জেলার ক্রীড়াঙ্গনের উৎসবমুখর পরিবেশ তৈরি করা।
অংশগ্রহণকারী খেলোয়াড়রা জানান, আমরা বান্দরবান সেনা রিজিয়ন, বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ প্রকাশ করছি। ওনাদের উদ্যোগ ও সহযোগিতায় আমরা জেলার বিভিন্ন উপজেলার খেলোয়াড়বৃন্দ এক যায়গায় হতে পেরেছি।
প্রসঙ্গত: বান্দরবান রেডিয়েন্ট সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ শুরু হয় ২০ সেপ্টেম্বর এবং আজকের আসরের ফাইনালের মধ্যে দিয়ে টুর্ণামেন্ট সমাপ্তি হলো। আসরে মোট ৮টি দল অংশগ্রহণ করে বান্দরবান জেলার ৭টি উপজেলা এবং ১টি শিক্ষা প্রতিষ্ঠান।
No comments