বেনাপোল পোর্ট থানায় ওসি নেই ২৪ দিন, ওসি তদন্ত নেই ৭ বছর
নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানায় ২৪ দিন পার হলেও নতুন কাউকে ওসি (প্রশাসনিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। যে কারণে শার্শা উপজেলায় আইন-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওসি না থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এ থানার এসআই মানিক কুমার সাহা। তদন্ত ওসি নেই দীর্ঘ ৭ বছর।
থানা সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর পোর্ট থানা ওসি রাসেল মিয়াকে বদলি করা হয়। ২৪ দিন পার হলেও বেনাপোল পোর্ট থানায় কোন ওসি নিয়োগ দেয়া হয়নি। ফলে অনেকটা অভিভাবকবিহীন এ থানা। থানায় তদন্ত ওসির পোস্ট থাকলেও ৭ বছর যাবত এ থানায় কোন তদন্ত ওসি নিয়োগ দেওয়া হয়নি।
ওসি না থাকায় আইন-শৃঙ্খলার অবনতিসহ নানা সমস্যায় পড়ছে বেনাপোল পোর্ট থানার ৩টি ইউনিয়নের সাধারণ মানুষ। থানায় নেমে এসেছে স্থবিরতা। কবে নাগাদ নতুন ওসি নিয়োগ হবে দায়িত্বরত ওসি কিছুই বলতে পারছেন না। এর ফলে চুরি, ছিনতাইসহ নানা অপকর্ম বেড়ে চলেছে। ওসি বদলি হওয়ার পর নতুন ওসি যোগদান না করলে সেখানে শূন্যতা তৈরি হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। এর ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে এবং জনসাধারণের মধ্যে নিরাপত্তহীনতা সৃষ্টি হতে পারে। থানা প্রধান না থাকায় অনেক জায়গায় চুরি ছিনতাই মারামারি হলেও তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না থানা কর্তৃপক্ষের।
সীমান্তের গুরুত্বপূর্ণ বেনাপোল পোর্ট থানা। ভারত সীমান্ত সংলগ্ন থানা হওয়ায় এ অঞ্চলে চোরাচালানিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয়। সম্প্রতি থানায় ওসি, তদন্ত ওসি না থাকায় বেনাপোল চেকপোষ্টে প্রতারণা বেড়েছে। দূর-দুরান্ত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের সাথে বিভিন্নভাবে প্রতারণা করা হলেও দেখার কেউ নেই। এ ছাড়া সম্প্রতি গাঁজা ও ফেনসিডিলের চালান ভারত থেকে বেশি আসছে। বেনাপোলসহ পুটখালী, বারোপোতা ও শিকড়ী এলাকায় মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় ওসির দায়িত্বে থাকা এসআই মানিক কুমার সাহা বলেন, কবে নাগাদ ওসি নিয়োগ হবে সেটা আমি বলতে পারবো না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি বলতে পারবেন। আইন শৃঙ্খলা উন্নতিসহ নানা অপরাধের খবর পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি। টহল দিচ্ছি থানার বিভিন্ন এলাকায়। আশা করি কোনো সমস্যা হচ্ছে না।
No comments