Ads:

  • সর্বশেষ

    জাতীয় ফুটসাল ফুটবল দলের ফাইনাল স্কোয়াডে বান্দরবানের প্রেন চ্যুং ম্রো।

    সুকেল তঞ্চঙ্গ্যা, এএফসি এশিয়া কাপ কোয়ালিফায়ার ইন মালয়েশিয়া-২০২৬ এর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের) ঘোষিত জাতীয় ফুটসাল ফুটবল দলের ফাইনাল ১৪ জনের ঘোষিত স্কোয়াডে স্থান পেয়েছেন বান্দরবান পার্বত্য জেলা সদর উপজেলাস্থ‌‌‌ ৪নং সুয়ালক ইউনিয়নের লামার পাড়ার সন্তান প্রেন চ্যুং ম্রো।



    গতকাল ১০ সেপ্টেম্বর রোজ; বুধবার বিষয়টি নিশ্চিত হওয়া যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেইজ এর এক পোষ্টে। 


    প্রেন চ্যুং ম্রো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস এন্ড সাইন্সেস ডিপার্টমেন্ট এর একজন স্টুডেন্ট।‌ তিনি তার বিশ্ববিদ্যালয় এ আদিবাসী ফুটবল টুর্ণামেন্ট এ তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলকে পর পর তিন বার চ্যাম্পিয়ন করতে কৃতিত্বের সঙ্গে ভুমিকা রাখেন। তার এই যাত্রা একদমই সহজ ছিল না। তার বেড়ে ওঠা বান্দরবান পার্বত্য জেলা সদর উপজেলাস্থ‌‌‌ ৪নং সুয়ালক ইউনিয়নের এক পাহাড়ের কোণে পড়ে তিনি লেখা পড়ার জন্য ভর্তি হন ৪নং সুয়ালক ইউনিয়নের লামার পাড়ার ম্রো আবাসিক এ। জন্মের তার ১০-১১ বছর বয়সেই যখন তিনি পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত এমন সময় তার মা প্যারালাইসিস আক্রান্ত হন এবং পরে মা-বাবা, দাদি তার চাচাতো ভাই-বোন সাথে চাচাদের হাড়িয়ে একদম জীবন থেকে ছিটকে পড়ার মতো অবস্থায় ছিলেন তারপরেও তিনি থেমে থাকেননি সে সকল বাধাবিপত্তি অতিক্রম করে লেখাপড়া সাথে ফুটবল কে কনটিনিউ করেন। 


    সেই পরিস্থিতিতে তার লেখাপড়া কনটিনিউ করার শক্তি একদমই ছিলো না পরে তিনি বিভিন্ন ফুটবল টুর্ণামেন্ট এ খেপ খেলে যে অল্প কয়েক টাকা পেতেন টা দিয়ে তিনি তার লেখাপড়া সাথে ফুটবল কে কনটিনিউ করতে থাকেন। 


    তার পায়ের কারুকাজ ও জাদুতে ২০২৩ সালে তিনি ওয়ার্ড অফ গিনেস বুকে নাম লেখান। পরে তিনি গ্রামীণ ফোনের এক ভিডিও বার্তায় তিনি তার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে বাংলাদেশ কে বিশ্বকাপের মঞ্চে খেলানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি তার সেই স্বপ্নের পথে একটু একটু করে পাড়ি দিচ্ছেন।


    পরে তিনি অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনার শিকার হন এক ফুটবল ম্যাচে তিনি পিসিএল ইনজুরি তে পড়েন। পরে তিনি চিকিৎসার মাধ্যমে সেই পরিস্থিতি আবারো ওভারকাম করে হার্ট ওয়ার্ক এন্ড বিভিন্ন এক্সারসাইজ এর মধ্য দিয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন। পরে তিনি বাংলাদেশ জাতীয় ফুটসাল ফুটবল দলের ট্রায়ালে অংশগ্রহণ করেন ধাপে ধাপে সফলতার সাথে অতিক্রম করে তিনি আজ বাংলাদেশ জাতীয় ফুটসাল ফুটবল দলের মূল দলের একজন সদস্য। এবং খেলবেন এএফসি এশিয়া কাপ কোয়ালিফায়ার-২০২৬ মালয়েশিয়া তে।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728