বান্দরবানে শারদীয় দুর্গোৎসব উৎযাপন উপলক্ষে আলোচনা সভা।
সুকেল তঞ্চঙ্গ্যা, বান্দরবানে শারদীয় দুর্গোৎসব সফল ভাবে উৎযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ২০২৫ রোজ: শুক্রবার সন্ধার দিকে বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উৎযাপন পরিষদ ২০২৫ এর আয়োজনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উৎযাপন পরিষদ ২০২৫ এর সম্মানিত সভাপতি জনাব: রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক জনাব: সবুজ দত্ত বাচ্চু, অর্থ সম্পাদক জনাব: সুমন দাশ, সাংগঠনিক সম্পাদক জনাব: রাজেশ দাশ, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব: এস বাসু দাশ, দপ্তর সম্পাদক জনাব: কিশোর দাশ-সহ উপদেষ্টা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক, ও কেন্দ্রীয় মন্দিরের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব: আনন্দ দাশ সহ বিভিন্ন নেতৃবৃন্দ রা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা সফল ভাবে সম্পন্ন করার বিষয়ে সকলের মতামত নেয়া হয় এবং কমিটিসহ সকলকে এই বৃহৎ আয়োজনে সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উৎযাপন পরিষদ ২০২৫ এর সম্মানিত সভাপতি জনাব: রাজেশ্বর দাশ বিপ্লব।
সভায় সাধারণ সম্পাদক জনাব: সবুজ দত্ত বাচ্চু জানান, আগামী ২৭ সেপ্টেম্বর রোজ: শনিবার শারদীয় দুর্গোৎসব দেবীর বোধন অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর রোজ: রবিবার দুর্গা দেবীর শুভ আমন্ত্রণ ও অধিবাস। সন্ধা ০৬টায় শুভ উদ্বোধন , মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও দেবীর মুখোন্মোচন।
এসময় রাজার মাঠ উৎসব অঙ্গনে উপস্থিত থাকবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব: সুপ্রদীপ চাকমা।
এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা ব্রিগেডিয়ার কমান্ডার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব: অধ্যাপক থানাজামা লুসাই, সম্মানিত বান্দরবান জেলা প্রশাসক জনাব: শামীম আরা রীনি, সম্মানিত বান্দরবান জেলা পুলিশ সুপার জনাব: মোঃ শহিদুল্লাহ কাওসার পিপিএম (বার) সহ প্রাশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।
সাধারণ সম্পাদক জনাব: সবুজ দত্ত বাচ্চু জানান, বান্দরবান পার্বত্য জেলার মধ্যে ৩১টি পুজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ সেপ্টেম্বর রোজ: সোমবার মহা-সপ্তমী, ৩০ সেপ্টেম্বর রোজ: মঙ্গলবার মহা-অষ্টমী, ১লা অক্টোবর রোজ: বুধবার মহা-নবমী এবং ২রা অক্টোবর রোজ: বৃহস্পতিবার বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। দশমীর পূজা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সাঙ্গু নদীতে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে এইবারের শারদীয় দুর্গোৎসব সমাপ্তি ঘটবে।
No comments