Ads:

  • সর্বশেষ

    বরগুনায় গাঁজা সহ ০২ জন আসামী গ্রেফতার।

     বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০( একশত) গ্রাম গাঁজা সহ ০২ ( দুই ) জন আসামী গ্রেফতার।

    বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম পিপিএম—সেবা, মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

    এরই ধারাবাহিকতায় ১৩/০৫/২০২৪ খ্রিঃ তারিখ বরগুনা জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)/মোঃ সহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন বরগুনা পৌরসভাধীন ০৯ নং ওয়ার্ড ক্রোক ব্রীজের পূর্ব পাশ থেকে আসামী ০২ ( দুই ) জন আসামী গ্রেফতার। ।(১) মোঃ হানিফ( ২৫) পিং — মোঃ শহিদ হাং, সাং— ক্রোক ব্রীজ ০৯ নং ওয়ার্ড, থানা ও জেলা— বরগুনা (২) মোঃ দোলোয়ার (৩৬) পিং— মৃতঃ আঃ হাতেম, সাং— বড়ইতলা ফেরীঘাট, ০৭ নং ওয়ার্ড, ০৭ নং ঢলুয়া ইউপি, থানা ও জেলা— বরগুনা কে ১০০ ( একশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয় যাহার অবৈধ বাজার


    মূল্য অনুমান ৬০০০/— টাকা। 

     গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728