Ads:

  • সর্বশেষ

    নড়াইলে এলজিইডি টেন্ডার অনুমোদনে অনিয়মের অভিযোগ - বাংলাদেশ দর্পণ

    নিজস্ব প্রতিবেদক :  নড়াইল জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর একটি টেন্ডার অনুমোদনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলা সদর ও লোহাগড়া উপজেলার কয়েকজন প্রথম শ্রেণির ঠিকাদার ও রাজনৈতিক ব্যক্তি অভিযোগ করেছেন, নিয়ম মেনে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজের অনুমোদন না দিয়ে প্রভাবশালী মহলের নির্দেশে টেন্ডার প্রক্রিয়া পুনঃযাচাইয়ের নামে বিলম্ব ও অনিয়ম ঘটানো হচ্ছে।



    প্রধান প্রকৌশলী, এলজিইডি আগারগাঁও, ঢাকায় পাঠানো লিখিত অভিযোগপত্রে জানানো হয়,



    নড়াইল এলজিইডি নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে APP ID-205609, TENDER ID-1119327, PACKAGE NO-NRIDP/NARAIL/W-3,B.19 নম্বরের কাজটি মোঃ ইউনুস এন্ড ব্রাদার্স প্রা. লি., চট্টগ্রাম লাইসেন্সে অংশগ্রহণ করে এবং সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। পরে দপ্তরটি অনুমোদনের জন্য ফাইলটি নড়াইল প্রকল্প পরিচালকের কাছে প্রেরণ করে।


    অভিযোগে বলা হয়, প্রকল্প পরিচালক কর্তৃপক্ষ টেন্ডারটি অনুমোদন না দিয়ে ‘বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড’-এর প্রতিনিধি মিন্টু মোল্যার প্রভাবে পুনঃযাচাইয়ের জন্য নির্বাহী প্রকৌশলীর দপ্তরে ফেরত পাঠান। এতে টেন্ডার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।


    এছাড়া অভিযোগকারীরা আরও জানান, মোঃ ইউনুস এন্ড ব্রাদার্স প্রা. লি. বর্তমানে এলজিইডির অধীনে নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি সেতু নির্মাণ, কালিয়া উপজেলায় উপজেলা কমপ্লেক্স ভবন এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় দুটি প্রকল্প বাস্তবায়ন করছে, যার মোট চুক্তি মূল্য প্রায় ১৩ কোটি টাকা।


    অভিযোগে বলা হয়, একই প্রতিষ্ঠানের একাধিক চলমান কাজ থাকা সত্ত্বেও, নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে ইতিবাচক মতামত প্রেরণের পরও প্রকল্প পরিচালক টেন্ডারটি অনুমোদন না দেওয়ায় নড়াইলের ঠিকাদার মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।


    অভিযোগপত্রে প্রধানমন্ত্রী প্রকৌশলীর কাছে অনুরোধ জানানো হয়েছে, উক্ত টেন্ডারটি PPR-2025 অনুযায়ী LTM/OTM পদ্ধতিতে পুনরায় টেন্ডার আহ্বান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।


    এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলীর বক্তব্য পাওয়া যায়নি।


    অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন —


    মোঃ মশিয়ার রহমান (সান্টু), সাধারণ সম্পাদক, লোহাগড়া পৌর বিএনপি ও ঠিকাদার, নড়াইল জেলা;


    এবং মোঃ আহাদুজ্জামান (বাটু), সভাপতি, লোহাগড়া উপজেলা বিএনপি ও ঠিকাদার, নড়াইল জেলা।


    অভিযোগপত্রের অনুলিপি পাঠানো হয়েছে খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী, দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা, জেলা প্রশাসক নড়াইল, খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728