Ads:

  • সর্বশেষ

    বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত। - বাংলাদেশ দর্পণ

    স্টাফ রিপোর্টার: সুকেল তঞ্চঙ্গ্যা।

    "সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এ প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।



    আজ: পহেলা নভেম্বর (শনিবার) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে নানা আয়োজনে দিবস এর শুভসূচনার মধ্যে দিয়ে পরে কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


    এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কায়সার পিপিএম বার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, এবং সভায় সভাপতিত্ব করেন, বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রীনী, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির সদস্য , জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।


    এসময় বক্তারা বলেন, সমবায় জনগণকে মানসিকভাবে শক্তিশালী এবং কর্মসংস্থানের সৃষ্টি করে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে সমবায়। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের বিকল্প নেই। এটি সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে থাকে। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গ্রামীণ দারিদ্র্য জনগোষ্ঠীকে ঋণ, প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহযোগিতা করে থাকে। সমবায় আন্দোলনকে আরো গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান অতিথিরা।


    এ সময় আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সদস্য ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728