Ads:

  • সর্বশেষ

    যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক  : যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রাম থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।



    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু হাসনাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে দৌলতদিহি গ্রামের একটি বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এরপর তিনি নিজে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি পিস্তল রান্না ঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। তবে, প্রাথমিকভাবে অস্ত্রটি দেশি না বিদেশি তা নিশ্চিত করে বলা সম্ভব হয়নি। এলাকাবাসীর ধারণা, উদ্ধার হওয়া পিস্তলটি বিদেশি হতে পারে।


    অভিযানের সময় অস্ত্রের মালিক হিসেবে চিহ্নিত শাকিল হোসেন পালিয়ে যায়। তিনি দৌলতদিহি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।


    শাকিলের মা সখিনা বেগম বলেন,

    এক সপ্তাহ আগে আমার ছেলে রান্না ঘরে পিস্তলটি পুঁতে রাখে। আমি ঘটনাটি দেখেছিলাম, কিন্তু ভয় পেয়ে কাউকে কিছু বলিনি। শনিবার পুলিশ এসে পিস্তলটি উদ্ধার করে।


    এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।


    এলাকাবাসীর অভিযোগ, শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728