Ads:

  • সর্বশেষ

    যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করা নিয়ে হামলা

    নিজস্ব প্রতিবেদক  : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এক গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করা নিয়ে শক্রতার জেরে এক বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে বাড়ির কয়েকজন সদস্য রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনাটি ঘটে গত ১৭ অক্টোবরে এ ঘটনায় শুক্রবার রাতে ৬ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন গৃহবধূর শাশুড়ি রঙ্গিলা বেগম। আসামিরা হলেন, একই গ্রামের মুরসালিন ওরফে সালমান, তার ভাই তানভীর হোসেন, তোতা, মাসুদ, ইমামুল ও লিয়ন।



    মামলায় রঙ্গিলা বেগম অভিযোগ করেন, তার পুত্রবধূকে বিভিন্ন সময়ে উত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন মুরসালিন। রাজি না হওয়ায় তিনি ষড়যন্ত্রের পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে কয়েকদিন আগে পুত্রবধূর গোসলের ভিডিও ধারণ করেন মুরসালিন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তার মোবাইল কেড়ে নেয় এবং পরে ফেরত দেয়। সে ঘটনার প্রতিশোধ নিতে গত ১৭ অক্টোবর সকাল ১১টার দিকে মুরসালিন ও তার সহযোগীরা চাইনিজ কুড়াল, শাবলসহ ধারালো অস্ত্র নিয়ে রঙ্গিলা বেগমের বাড়িতে হামলা চালায়। এ সময় তার বড় ছেলেকে কুপিয়ে জখম করা হয়। ঠেকাতে গেলে রঙ্গিলা বেগম, তার জা বৃষ্টি খাতুন ও স্বামী মোশারেফকেও মারধর করে আহত করেন। পরে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর রঙ্গিলা বেগম থানায় মামলা করেন।


    তদন্ত কর্মকর্তা এসআই তানিম ইসলাম জানান, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728