পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন।
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
পার্বত্য চট্টগ্রামে জোরপূর্বক খ্রিস্টানকরণের মাধ্যমে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার সংক্রান্ত মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ: ২৫ অক্টোবর (শনিবার) বান্দরবান জেলা প্রেস ক্লাবের সামনে বান্দরবান খ্রীষ্টান যুব ফেডারেশন ও জেলার সর্বস্তরের খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্যোগে এ প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লাল জার বম, রেজা জামান সাইলুক, দিনেদ্র ত্রিপুরা, জন ত্রিপুরা, লেলং খুমীসহ খ্রীষ্টান সম্প্রদায়ের সর্বস্তরের জনসাধারণের মানুষ ও গণমাধ্যমের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং তাদের দ্রুত প্রসাশনের আইনগত শাস্তির জোর দাবি জানাচ্ছি।যার যার ধর্ম তার তার কাছে অনেক বড়। তাই অন্য ধর্ম কে নিয়ে এমন মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সম্প্রীতির বন্ধন ছিন্ন হয় এমন কর্মকান্ড থেকে একদম বিরত থাকার ও আহ্বান জানান তারা।
প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন শেষে আয়োজকরা বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রীনী এর অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক এর হাতে হস্তান্তর করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক আয়োজকদের বলেন, বিষয় টি কতৃপক্ষের নিকট যথাযথ ভাবে প্রেরণ করা হবে এবং তিনি পার্বত্য চট্টগ্রামে যারা খ্রিস্টান দের নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আস্বস্ত করেন।
প্রসঙ্গত: গত ২১ অক্টোবর (মঙ্গলবার) বান্দরবান পার্বত্য জেলার একটি আবাসিক হোটেলে অবস্থান করেন তিনজন কোরিয়ান, একজন আমেরিকান নাগরিকসহ বিদেশি পর্যটকরা। পরে তারা সেখানে প্রশাসনের অনুমতি ছাড়া খ্রিস্টান সম্প্রদায়ের বেশ কয়েকজন জণগণ নিয়ে সভা করেছিলে এমন তথ্য পেয়ে তাৎক্ষণিক পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ রা ঐ আবাসিক হোটেল ঘেরাও করেন। পরে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন করেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ রা বিদেশি পর্যটকরা রা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছেন বলে অভিযোগ তুললে পরে বান্দরবান জেলা প্রসাশন কতৃপক্ষ তাৎক্ষণিক ঘটনাস্থনে উপস্থিত হন এবং ঐ বিদেশী পর্যটকদের দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

No comments