Ads:

  • সর্বশেষ

    অন্ধত্ব কে জয় করে জ্ঞানের আলোয় আলোকিত ইমতিয়াজ। - বাংলাদেশ দর্পণ

    বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

    বান্দরবান পার্বত্য জেলা সদর উপজেলার পৌর এলাকার বাসিন্দা ইমতিয়াজুল ইসলাম শুভ। তিনি একজন জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী হলেও অন্ধত্ব কে জয় করে জ্ঞানের আলোয় আলোকিত তিনি।



    বর্তমানে পড়াশোনা করছেন বান্দরবান সরকারি কলেজ এর উচ্চ মাধ্যমিক এর ২য় বর্ষে। এবং সমাজকল্যাণ মন্ত্রনালয় ও সমাজসেবা অধিদফতর এর আওতাধীন বান্দরবান জেলা সদরের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সুয়ালক এর একজন নিবাসী। জন্ম থেকেই তিনি দৃষ্টি প্রতিবন্ধী। তারপরেও তার অন্ধত্ব তার মেধা শক্তি কে দমিয়ে রাখতে পারিনি। তার প্রমাণ ও উদাহরণ স্বরূপ বান্দরবান পৌরসভা কর্তৃক আয়োজিত মেধা-বৃত্তি পরীক্ষা ২০২৫ এ ছয় শত শিক্ষার্থীর অংশগ্রহণ হতে চিম্বুক গ্রুপের একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী দের মধ্য থেকে তিনি সর্বোচ্চ নাম্বার পেয়ে জেলার নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন। তার এমন সাফল্যে গর্বিত তার পরিবার ও শিক্ষকরা। পাশাপাশি তিনি কম্পিউটার এ ও একজন দক্ষ পারদর্শী ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি ভিডিও গেমস ও বিভিন্ন (Apps) তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন। 


    বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক মিল্টন মুহুরী বলেন, ইমতিয়াজুল ইসলাম শুভ একজন দৃষ্টি প্রতিবন্ধী হলেও খুবই মেধাবী ও পরিশ্রমী ছাত্র।তার এমন সাফল্যে আমি গর্বিত এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।


    বান্দরবান সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিরা আর পিছিয়ে নেই। তাদের শুধু প্রয়োজন সুযোগ আর একটুখানি সহায়তা। তাই প্রতিবন্ধী বান্ধব দেশ গড়তে তিনি সবাইকে প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং ইমতিয়াজুল ইসলাম শুভ-র এমন সাফল্যে তিনি গর্ববোধ প্রকাশ করেন।


    বান্দরবান সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আবছার চৌধুরী বলেন, ইমতিয়াজুল ইসলাম শুভ আমাদের কলেজ প্রাঙ্গণে যখন ভর্তি হন তখন থেকেই তাকে আমি দেখে আসছি তিনি দৃষ্টি প্রতিবন্ধী হলেও খুবই মেধাবী একজন ছাত্র। তার এমন সাফল্যে আমি ও পুরো বান্দরবান সরকারি কলেজ ক্যাম্পাস গর্বিত এবং আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।


    ইমতিয়াজুল ইসলাম শুভ বলেন, মনের জোরে এবং সেই ইচ্ছা ও আগ্রহ নিয়ে কোনো কাজ করলে টা কখনো বিফলে যায় না। এমন সাফল্যে তিনি তার পরিবার ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং সবার কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেন।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728