Ads:

  • সর্বশেষ

    বান্দরবান থানচি বলিবাজারে ভয়াবহ অগ্নিসংযোগ। - বাংলাদেশ দর্পণ

    বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

    বান্দরবান পার্বত্য জেলা থানচি উপজেলার বলি বাজারে ভয়া-বহ অগ্নি-সংযোগ এর ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস কে অগ্নিকাণ্ডের বিষয়ে অবগত করলে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক উপস্থিতিতে প্রায় ৪_৫ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।



    আজ: ২৬ অক্টোবর (রবিবার) গত রাত আনুমানিক ১২:০০টা হতে ১:০০টা এর ভিতরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা যায়।


    স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গতকাল গভীর রাতে প্রতিদিনের মতো অধিকাংশ দোকানদার রা দোকান বন্ধ করে যার যার বাসা_বাড়িতে চলে যান। পরে সেখানে বাজারের অমল নামে ব্যাক্তির চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় পরে ফায়ার সার্ভিস কে ফোন করলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের উপস্থিতিতে দীর্ঘ ৪-৫ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বাজারের অধিকাংশ দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। বাজারের প্রায় ১২ থেকে ১৩ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অর্থ পরিমাণ হিসাব করলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।


    এ বিষয়ে জেলা থানচি উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা রহিদুর রহমান মৃধা জানান, গভীর রাতে স্থানীয়দের কাছ থেকে ফোন পাওয়ার পরে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে অক্লান্ত পরিশ্রম এর প্রেক্ষিতে দীর্ঘ ৪ থেকে ৫ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হই‌।


    এ বিষয়ে আরো জেলা থানচি উপজেলার পুলিশ ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, অগ্নিসংযোগ খবর পাওয়া পরে ঘটনাস্থলে শুরু থেকে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের সঙ্গে সম্মিলিত ভাবে জেলা থানচি উপজেলার পুলিশ বাহিনী সদস্য রা ও সম্পৃক্ত থেকে পর্যবেক্ষণ করেছেন। এই অগ্নিকাণ্ডের সূত্রপাত চায়ের দোকানের চুলা থেকে নাকি কোনো ষড়যন্ত্রের হাত ছিলো আমরা তদন্ত করে আইনগত ব্যাবস্থা নিবো।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728