যশোরে হেরোইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইকতেয়ারের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক : যশোরে মাদকদ্রব্য হেরোইনের মামলায় হামিদপুরের ইকতেয়ার ওরফে ইকতারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ম আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আকতার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি রুহুল কুদ্দুস কচি।
সাজাপ্রাপ্ত আসামি ইকতেয়ার সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। আটকের সময় তিনি রূপদিয়ায় ভাড়া থাকতেন। এছাড়া তিনি হামিদপুরের ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ এপ্রিল সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশের কাছে খবর আসে রূপদিয়া বাজারে এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে এবং তার কাছে মাদক রয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত আটটার পর রূপদিয়া বাজারের গাজী স্টোরের সামনে থেকে ইকতেয়ারকে আটক করে। এ সময় তার পরিহিত লুঙ্গির কোচর থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
এ ঘটনায় ওইদিনই এএসআই মোল্লা শফিকুজ্জামান বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই এইচ. এম. মাহমুদ, তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। বুধবার মামলার রায় ঘোষণার দিনে বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ মে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা হয়ে ভারতে পালানোর সময় র্যাব-৬ যশোরের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পরে তাকে মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়। বুধবার হেরোইনের মামলার রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়। এ রায় ঘোষণার পর তাকে ফের কারাগারে পাঠানো হয়।
No comments