Ads:

  • সর্বশেষ

    নড়াইলে বাড়ির সামনে থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি - বাংলাদেশ দর্পণ

    নিজস্ব প্রতিবেদক : নড়াইল সদর উপজেলা শহরের ভাদুলিডাঙ্গা এলাকায় গত সোমবার নিজ বাড়ির গেটের সামনে থেকে সাংবাদিক রাজু শেখের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরচক্র।


    বুধবার (২২ অক্টোবর) দুপুরে এঘটনায় নড়াইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি এজহার দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

    ভুক্তভোগী সাংবাদিক মো. রাজু শেখ প্রথম আলোর নড়াইল প্রতিনিধি হিসেবে কর্মরত। তাঁর ব্যবহৃত লাল রঙের টিভিএস ফনিক্স (১২৫ সিসি) মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর নড়াইল হ-১১-৪১৩০।

    সাংবাদিক রাজু শেখ বলেন, সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমি মোটরসাইকেলটি চালিয়ে বাড়ি ফিরি। গেটের সামনে মোটরসাইকেলটি রেখে ঘরে ঢোকার পর পরিবারের সদস্যরা জানান, আমার কক্ষের উত্তর পাশের জানালায় একজন অজ্ঞাত ব্যক্তি উঁকি দিচ্ছিলেন। পরিবারের এক নারী সদস্য চিৎকার দিলে তিনি দৌড়ে পালিয়ে যান। এ ব্যাপারে পরিবারের সকলের সঙ্গে আমি আলাপ-আলোচনা করছিলাম। কিছু সময় পর আমি মোটরসাইকেলটি উঠাতে বাইরে গিয়ে দেখি, আমার মোটরসাইকেলটি সেখানে নাই। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা মিলে আশাপাশের বিভিন্ন এলাকা খোঁজাখুঁজি করি এবং তাৎক্ষণিকভাবে পুলিশ-প্রশাসনকে বিষয়টি জানাই।

    তিনি আরও বলেন, আমার বাড়ির অবস্থান এমন জায়গায়, সেখান থেকে মোটরসাইকেল নিয়ে যাওয়া সহজ নয়। স্থানীয় কারও সহায়তা ও পরিকল্পনা ছাড়া এ ঘটনা সম্ভব নয়। থানায় একটি লিখিত এজহার দিয়েছি। আশা করছি, পুলিশ দ্রুত তদন্ত করে মোটরসাইকেলটি উদ্ধার করবে এবং জড়িতদের আইনের আওতায় আনবে।

    এ ব্যাপারে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক একটি এজহার দিয়েছেন। তদন্ত করে ও ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

    ছবি: নড়াইল সদর থানা ইনসেটে চুরি যাওয়া মোটরসাইকেল।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728