বরিশালে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত নাসরিন জাহান - বাংলাদেশ দর্পণ
নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার প্রাথমিক শিক্ষা অঙ্গনে নতুন মাত্রা যোগ করলেন নাসরিন জাহান। তিনি নবজাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল সদরের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি বরিশাল সদর উপজেলায় শ্রেষ্ঠ হয়ে জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বরিশালের শিক্ষা অঙ্গনের জন্য ও এক গর্বের বিষয়।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, কর্মদক্ষতা,শৃঙ্খলা ও নেতৃত্বগুণের কারণে নাসরিন জাহান এ স্বীকৃতি অর্জন করেছেন। তিনি সবসময় শিক্ষার্থীদের মানবিক গুণাবলি ও নৈতিকতা বিকাশে সচেষ্ট থাকেন। তার পাঠদানের ধরণ ও আন্তরিক আচরণ শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের মুগ্ধ করেছে। একজন শিক্ষক হিসেবে তিনি অত্যন্ত দায়িত্বশীল, বিদ্যালয় পরিচালনায় তিনি খুবই সুদক্ষ তেমনি একজন মানুষ হিসেবেও মার্জিত, সদালাপী ও সহজ-সরল।
উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরিশাল মহানগরীর সভাপতি এবং সমিতির কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠন পরিচালনায় তার সক্রিয় ভূমিকা, নারী শিক্ষকদের প্রতিনিধিত্ব এবং শিক্ষা উন্নয়নে তার অবদান বিশেষভাবে প্রশংসিত।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরিশাল মহানগর ও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নাসরিন জাহানকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, নাসরিন জাহান ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং শিক্ষাক্ষেত্রে আরও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন।
জেলার শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে এ অর্জন আনন্দ ও অনুপ্রেরণার সঞ্চার করেছে। সবাই মনে করেন, নাসরিন জাহানের মতো গুণী শিক্ষকরা থাকলে প্রাথমিক শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্ম সঠিক শিক্ষা ও মূল্যবোধে বেড়ে উঠবে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য কাজ করবে।
৫ অক্টোবর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বিশ্বের সকল শিক্ষকদের তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
No comments