বান্দরবান মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা। - বাংলাদেশ দর্পণ
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
পবান্দরবান পার্বত্য জেলা আলীকদম উপজেলার পৌয়ামুহুরী সীমান্তের ওপারে মিয়ানমারে আবারও গো'লাগু'লির খবর মিলেছে, এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
আজ: ০৩-রা অক্টোবর (শুক্রবার) বান্দরবান আলিকদম পৌয়ামুহুরী মিয়ানমার সীমান্তবর্তী স্থানীয় দের কাছ থেকে এ খবর পাওয়া যায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গতকাল থেকেই আরাকান আর্মি ও আরসা’র মধ্যে গোলাগুলি চলছে। আজ সীমান্তঘেষা লংপংপাড়া-বুচিডংপাড়া এলাকায় সংঘাতে জড়িয়েছে তারা। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আরো জানিয়েছে, প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্ব ও স্থানীয় দের রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছেন তারা। সীমান্তের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
No comments