Ads:

  • সর্বশেষ

    সিদ্ধিরগঞ্জ জমি সংক্রান্ত বিষয়ে গন মাধ্যম কর্মী কে অপহরণ ও হত্যা চেষ্টায় সন্ত্রাসীদের হামলা

     নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি। 


    সিদ্ধিরগঞ্জ জমি সংক্রান্ত বিষয়ে গন মাধ্যম কর্মী ও মানবাধিকার সমিতির সাধারণ সম্পাদকে অপহরণ ও হত্যা চেষ্টায়, থানায় অভিযোগ। 







    গতকাল ৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৫ টায় গন অধিকার পরিষদের ১ নং ওয়ার্ড আহবায়ক ও গন মাধ্যম কর্মী ও নারায়ণগঞ্জ জেলা শাখা বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সাধারণ সম্পাদক মোঃ ওয়াকিল আহমেদের উপর সন্ত্রাসী হামলা ও মারধর ও হত্যা চেষ্টা করে। ভাই বোনের জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা করে এতে নেতৃত্ব দেয় তারাব বিএনপি যুবদল নামধারী সন্ত্রাসী ১/ মোঃ ইয়াসিন তার বড় ভাই ২ / মোঃ আরিফুল ইসলাম ওয়াসিম (আইএফআইসি বাংক চট্টগ্রাম আগ্রাবাদ শাখায় কর্মরত ), ৩/ মোঃ জসিম, সহ আরও নাম না জানা ১০/১২ জন সন্ত্রাসী হামলা চালায়। মোঃ ওয়াকিল আহমেদ কে বেদম মারদর করে ও হত্যার উদ্দেশ্য বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় সাথে তার পরিবারের উপর হামলা চালায়। এ সময় এলাকাবাসী সহায়তায় মোঃ ওয়াকিল আহমেদ কে তাদের থেকে ছাড়িয়ে রাখে। এ-সময় সন্ত্রাসীরা মোঃ ওয়াকিল আহমেদ তার পরিবারের কে মেরে ফেলার হুমকি দেয়। ইয়াবা দিয়ে মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেয়। 


    এ ঘটনা ঘটতে পারে ভেবে ভুক্তভগি গত ০৫/০৮/২০২৫ তারিখে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে রাখে। গত এক মাস পূরবে মোবাইল ফোনে তাকে ও তার পরিবারের কে হত্যার হুমকি দিলে তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। জিডি নং ৩৫৪। এক মাস না যেতেই হত্যার হুকুম দাতারা মোঃ ওয়াকিল আহমেদ বাসায় হামলা চালায় তাকে মারদর করে ও তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার সময় এলাকা বাসীর সহতায় তাকে ছেরে দিতে বাধ্য ও সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় ওয়াকিল আহমেদ ও তার পরিবার ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে।




    এ সময় ভোক্তভুগি মোঃ ওয়াকিল আহমেদ সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মসিউর রহমান কে ফোন দিলে পর দিন সকাল ব্যাপারটি দেখবেন বলে আস্বস্ত করেন। 




    নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728