Ads:

  • সর্বশেষ

    বান্দরবানের রুমায় কার্পেটিং সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১০ হাজার মানুষ - বাংলাদেশ দর্পণ

    বান্দরবন প্রতিনিধি : - সুকেল তঞ্চঙ্গ্যা 

    বান্দরবান পার্বত্য জেলার রুমা সদর উপজউপজেলাস্থ গুরুত্বপূর্ণ সড়ক বেথেল পাড়া হতে মননোয়াম পাড়াগামী কার্পেটিং সংযোগ সড়ক টি নির্মাণের মাত্র কয়েক বছর না পেরুতেই বেহাল দশায় পরিণত হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে নির্মিত সড়ক বর্তমানে বড় বড় গর্ত তৈরি হয়ে যান চলাচল ও গ্রামবাসীদের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এতে অন্তত ৩০ টি গ্রামের ১০ হাজার মানুষের দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত।



    স্থানীয় এলাকাবাসী জানান, এই সড়ক রুমা উপজেলার মধ্যে ২য় বৃহৎ ও ব্যাস্ততম একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে অসংখ্য মানুষ হেঁটে এবং যানবাহনের মাধ্যমে রুমা বাজারে যাতায়াত করেন। এমতাবস্থায় রুমা বাজারে পৌঁছাতে অন্তত ৭ কিলোমিটার এর মতো পায়ে হেঁটে পথ পাড়ি দিতে হয়। সড়কটি মূলতঃ পাহাড়ী ফল, শাকসবজি এই সড়ক দিয়ে পরিবহনের প্রধান মাধ্যম হওয়ায় এতে কৃষি ও ব্যাবসা বাণিজ্য তে ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। 


    ভোগান্তিতে স্থানীয় বেথেল পাড়া, মিনঝিড়ি পাড়া, কালুক্ষং পাড়া, চাইরাগ্র পাড়া, সালেম পাড়া, মননোয়াম পাড়া, বাতলাং পাড়া, মুয়ালপি পাড়া, এবং নিয়াংক্ষং পাড়া ও আশেপাশের অনেক পাড়াবাসী রুমা উপজেলাস্থ ২য় বৃহৎ ও ব্যাস্ততম এই সড়ক টি প্রতিনিয়ত ব্যাবহার করে থাকেন। বর্ষার মৌসুমে সড়কটি বেহল দশায় পরিণত হয়েছে এতে করে বেথেল পাড়া হতে মননোয়াম পাড়া পর্যন্ত প্রায় অধিকাংশ যায়গায় গর্ত তৈরি হয়েছে এতে যানচলাচল ও মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। 


    স্থানীয় এক বাসিন্দা জানান, এই সড়ক দিয়ে আমরা প্রতিনিয়ত বাজারে যাতায়াত করি এবং প্রতিদিন অন্তত ৩-৪ বার যাতায়াত করতে হয় আমাদের। এমতাবস্থায় বাজারে যাওয়া আসা খুবই কষ্টকর হয়ে পড়েছে। গাড়ি দিয়ে যাতায়াত করলে দুর্ঘটনার কবলে পড়ার শঙ্কা রয়েছে বিশেষ করে রাতের‌ বেলায় এই সড়ক দিয়ে চলাচল খুবই কষ্টদায়ক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই সড়ক দ্রুত সংস্কার হলে আমাদের স্বস্তি মিলবে।


    শুধু সাধারণ জনগণ নয় বরং সরকারি কার্যক্রমে ও বাঁধা সম্মুখীন হতে হচ্ছে সাথে শিক্ষা, চিকিৎসা, ও কৃষি খাতে ও পড়ছে নেতিবাচক প্রভাব। 


    স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে প্রায় ১২ কোটি টাকার বাজেটে এলজিইডি প্রকল্পের ইমন হাসান নামের কনস্ট্রাকশন একটি টিকাদান প্রতিষ্ঠান সড়কটি নির্মাণ করেন। কিন্তু নির্মাণের কয়েক বছর না পেরুতেই সড়কের কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে এতে ৩০ টি গ্রামের ১০ হাজার মানুষের দুর্ভোগের শিকার হচ্ছেন। এবং অভিযোগ রয়েছে সড়কে নিম্নমানের সামগ্রী ব্যাবহার করার কারণে এমন পরিস্থিতি হয়েছে। 


    এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী জনাব: শ্রী বিদ্যুচরণ ধর জানান, আমরা এলাকাবাসীর কথা চিন্তা করে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আমরা সড়ক মেরামতের জন্য চাহিদা প্রেরণ করেছি। অফিস থেকে আদেশ না আসা পর্যন্ত আমরা কিছুই করতে পারছি না।


    এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার ও টেকসই ভাবে নির্মাণের দাবি জানিয়েছেন। তারা আরো জানান, শুধু দুর্ভোগ নয় বরং যদি দ্রুত সড়কটি সংস্কার করা নাহয় তাহলে এলাকাবাসী ঝুঁকিপূর্ণ কবলে শিকার হবেন প্রতিদিন।


    বান্দরবান জেলা রুমা উপজেলাস্থ‌‌‌ ২য় বৃহৎ ও ব্যাস্ততম গুরুত্বপূর্ণ এই সড়ক বেহাল দশা সমাধানে দ্রুত সংস্কার প্রয়োজন। এটি শুধুমাত্র যোগাযোগের উন্নয়নের প্রশ্ন নয় বরং এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবনমান ব্যাবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও কৃষি আরো গুরুত্বপূর্ণ বিষয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এলাকাবাসীর ন্যায্য প্রত্যাশা।।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728