Ads:

  • সর্বশেষ

    বান্দরবান ব্রাদারহুড বাইকার টিম সুয়ালক এর রচনা প্রতিযোগিতা সম্পন্ন এবং ফলাফল প্রকাশ

    বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পার্বত্য জেলা সদর উপজেলাস্থ‌‌‌ ৪নং সুয়ালক ইউনিয়ন এর ব্রাদারহুড বাইকার টিম এর উদ্যোগে আয়োজিত সুয়ালক ইউনিয়ন এর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহ মধ্যে রচনা প্রতিযোগিতা আয়োজন সম্পন্ন ও ফলাফল প্রকাশিত হয়েছে। রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো- ১/ সুয়ালক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানের রচনার বিষয় ছিলো- শিক্ষা ক্ষেত্রে বান্দরবান জেলা পিছিয়ে থাকার কারণ ও মানোন্নয়নের করণীয়, ২/ ভাগ্যকূল-কদুখোলা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানের রচনার বিষয় ছিলো- শিক্ষার্থীদের মোবাইল ফোন‌ ব্যাবহারের সুফল ও কুফল, এবং ৩/ ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানের রচনার বিষয় ছিলো- বান্দরবান জেলা পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা, যেখানে তিন শিক্ষা প্রতিষ্ঠান মিলে উক্ত রচনা প্রতিযোগিতায় শতাধিক + শিক্ষার্থী অংশগ্রহণ করেন।



    প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান হতে তিন জন করে মোট নয় জন কে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। যেখানে সুয়ালক উচ্চ বিদ্যালয় হতে পর্যায়ক্রমে ১ম- নাজিয়া আফরোজা মাইসা (১০ম) ২য়- প্রিয়সী বড়ুয়া জুঁই (৯ম) ৩য়- অনামিকা সেন (১০ম) অপরদিকে ভাগ্যকুল-কদুখোলা উচ্চ বিদ্যালয়ে ১ম- মোঃ কাইয়ুম হাসান ইমন (১০ম) ২য়- শান্তা দাশ (১০ম) ৩য়- উর্মি আক্তার (৯ম) এবং ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ে ১ম- রেংরও ম্রো (৯ম) ২য়- ফুংপ্রে ম্রো (৯ম) ৩য়- প্রেনতাও ম্রো (১০ম) বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন। 


    ব্রাদারহুড বাইকার টিম সুয়ালক এর উপদেষ্টা মোঃ: সিরাজুল ইসলাম জানান, সুয়ালক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমাদের দুরন্ত ছুটে চলা এবং তারই অংশ হিসেবে এমন উদ্যোগ ও আয়োজন। এবং সুয়ালক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমাদের এমন উদ্যোগ ও আয়োজন সামনেও অব্যহত থাকবে। 

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728