Ads:

  • সর্বশেষ

    বান্দরবানে ভিক্ষুক পুনর্বাসনে বিভিন্ন উপকরণ বিতরণ - বাংলাদেশ দর্পণ

    বান্দরবন প্রতিনিধি : - সুকেল তঞ্চঙ্গ্যা  

    তারুণ্যের উৎসব উদযাপন-২০২৫ উপলক্ষে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত মানুষদের পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের কর্মসূচির আওতায় বান্দরবানে উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 



    আজ ০৩ সেপ্টেম্বর (বুধবার) বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন উপকরণ বিতরণ করেন সম্মানিত বান্দরবান জেলা প্রশাসক জনাব: শামীম আর রীনি।


    এসময় তিনি উপস্থিত উপকরণ গ্রহণকারী ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, ভিক্ষাবৃত্তি বন্ধ করে নতুন পথে জীবনধারণের আহ্বান জানান এবং আয়বর্ধনমূলক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত করতে নির্দেশনা দেন। 


    এসময় জেলা প্রশাসক নিজ হাতে ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি পরিহার করে নতুন কর্মসংস্থানের লক্ষ্যে কয়েকজন ভিক্ষুক কে গাভী বিতরণ করেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব: মারুফা সুলতানা খান হীরামণী, বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপ-পরিচালক জনাব: মিল্টন মুহুরী, বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা জনাব: সত্যজিৎ মজুমদারসহ আরো জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ড হতে আগত ভিক্ষুকরা এসময় উপস্থিত ছিলেন। 


    আয়োজকদের কাছ থেকে জানাযায়, তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যাক্তিদের মাঝে পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বান্দরবানের ভিক্ষুকদের প্রাথমিক তথা যাচাই বাচাই করে মোট ৬৭ জনের নামের তালিকা করা হয়েছে, এতে প্রথম পর্যায় মোট ৩০জন ভিক্ষুক কে পুর্নবাসনের লক্ষ্য বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728