দুই জেনারেল এখন মোদির আশ্রয়ে - বাংলাদেশ দর্পণ
বার্তা ডেস্ক: পতিত স্বৈরাচার শেখ হাসিনার একান্ত অনুগত এবং ভারতীয় ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর পদস্থ দুই কর্মকর্তা লে. জেনারেল (বরখাস্ত) মো. মুজিবুর রহমান এবং লে. জেনারেল (অব.) মো. আকবর হোসেন এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্রয়ে।
অধিকাংশেরই ধারণা ছিল বিচারবহির্ভূত হত্যা, গুম, আয়নাঘর, হাসিনার ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে বিরোধী দল দমনসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত এই দুই সাবেক জেনারেল হয়তো ভারতেই আশ্রয় নিয়েছেন। একাধিক নিরাপত্তা এবং কূটনৈতিক সূত্র আমার দেশকে নিশ্চিত করেছে, খুনের দায়ে অভিযুক্ত এই দুই জেনারেল সপরিবারে এখন কলকাতায় অবস্থান করছেন।
দিল্লিতে থাকা শেখ হাসিনার সঙ্গে এই দুই জেনারেলের যোগাযোগ এখন নিয়মিত। কলকাতায় বসে তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কীভাবে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা যায় ভারতের ডিপ স্টেটের সঙ্গে মিলে সেই ষড়যন্ত্রই করছে। রাজনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দুই জেনারেলের পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া খুবই উদ্বেগের বিষয়।
এটা জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। নানা অপরাধে জড়িত এই দুই জেনারেলকে ভারত আশ্রয় দিয়েছে তাদের স্বার্থে এবং বাংলাদেশের বিপক্ষে ব্যবহারের জন্য। বিশ্লেষকরা আরো বলেন, বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে এই ঘটনার তদন্ত করা। একই সঙ্গে অপরাধীদের ভারত যে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তা আন্তর্জাতিক বিশ্বকে জানানো। এদিকে বিষয়টি সম্পর্কে জানতে যোগাযোগ করা হবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পক্ষ থেকে আমার দেশকে জানানো হয়েছে, এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।

No comments