বান্দরবান সরকারি কলেজে ২০২৫-২৬ একাদশ শ্রেণীতে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত।
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা.
আজ: ১৫ সেপ্টেম্বর রোজ: (সোমবার) বান্দরবান সরকারি কলেজে ২০২৫-২৬ একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়। বান্দরবান সরকারি কলেজের অডিটোরিয়ামে রুমে সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সরকারি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব: প্রফেসর মোঃ আবছার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সরকারি কলেজের সম্মানিত উপাধ্যক্ষ জনাব: প্রফেসর সনজীব কুমার চৌধুরী, সম্মানিত সম্পাদক শিক্ষক পরিষদ জনাব: ডাঃ রিপন কুমার দে, এবং সভাপতিত্ব করেন, জনাব: মোঃ কবিরুল ইসলাম, সম্মানিত সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ।
বক্তারা বলেন, শিক্ষা শুধু একটি ডিগ্রি নয়, বরং চরিত্র গঠনের আলো, প্রতিটি দিন হোক নতুন লেখার , নতুন স্বপ্নের। বক্তারা আরো বলেন, তোমাদের পদচারণায় আবারও প্রাণ ফিরে পেল বান্দরবান সরকারি কলেজ ক্যাম্পাস তাই ২০২৫-২৬ একাদশ শ্রেণীতে ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের জানাই শুভকামনা ও শুভেচ্ছা।
No comments