জাতীয় ইয়ুথ ভলান্টিয়ার এওয়ার্ড পেলেন বান্দরবানের উসাইমং মারমা।
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা.
বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কতৃক আয়োজিত প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ ইং" অর্জন করলেন বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ির উপজেলার কৃতি সন্তান ও সাবেক বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার উসাইমং মারমা।
ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে অবদান রাখায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উসাই মং মারমা ও সাতক্ষীরা জেলার জাতীয় নারী ফুটবলার আফঈদা খন্দকার এই অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়াও বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সারা দেশের আরো ১০ জন তরুন উদ্যোক্তা এই অ্যাওয়ার্ড অর্জন করেন। পুরস্কার হিসাবে পেয়েছেন নগদ ১ লাখ টাকার চেক ও ক্রেস্ট।
আজ সকাল ১১.০০ ঘটিকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় শাপলায় এই পুরস্কার প্রদান করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুছ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
No comments