Ads:

  • সর্বশেষ

    বান্দরবান তারাছা থেকে অমন্তসেন তঞ্চঙ্গ্যা নামে লাশ উদ্ধার। - বাংলাদেশ দর্পণ

    বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা.

    বান্দরবান পার্বত্য জেলা রোয়াংছড়ি উপজেলার তারাছা মুখের ছাগ্যাস দানেশ পাড়া ঘাট থেকে অমন্তসেন তঞ্চঙ্গ্যা নামে ব্যাক্তির লাশ পাওয়া গিয়েছে। 



    আজ: ১৬ সেপ্টেম্বর রোজ:(মঙ্গলবার) স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সন্ধা দিকে মরদেহ টি পাওয়া যায়। 


    বান্দরবান পার্বত্য জেলা রোয়াংছড়ি উপজেলার ০৩ নং আলেক্ষ্যং ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড নাতিন ঝিরি পাড়ার বাসিন্দা মৃত ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে অমন্ত সেন তঞ্চঙ্গ্যা। তিনি পেশায় একজন ইজিবাইক (টমটম) চালক।


    ‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সারাদিন যাত্রী পরিবহন শেষে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে ইজিবাইকটি রোয়াংছড়ি বাসস্টেশনে রেখে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। 

    ‎সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম বিভিন্ন এলাকায় তল্লাশি চালালেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।


    ‎নিখোঁজের স্বজন আইল্যাবি তঞ্চঙ্গ্যা বলেন, ‘অমন্ত সেন তঞ্চঙ্গ্যা ইজিবাইক চালানোর কারণে প্রায় রাতে বাড়িতে ফিরতেন। তবে গতকাল ঘরে না ফেরাই খোঁজাখুজি করতে গিয়ে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মেদুক মারমার ভাড়াটিয়ার বাড়ির পিছনে সড়কের মাঝখানে প্রচুর রক্ত দেখতে পেয়েছি। সড়কের নিচে নদীর কিনারায় বালুর চরে কাউকে টানা হেচড়া করে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পায়। ‎বাজার থেকে ফেরার পথে কে বা কারা শত্রুতার জেরে ভারী লাঠি দিয়ে আঘাত করে অমন্ত সেন তঞ্চঙ্গ্যাকে হত্যা করে নদীর পানিতে তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা তার।

    এ বিষয়ে বান্দরবান রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব: মোঃ আব্দু্ছ সাত্তার ভুঁইয়া জানান, আমরা অমন্ত সেন তঞ্চঙ্গ্যার নিখোঁজ এর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম সঙ্গে ফায়ার সার্ভিস টিম সহ অনেক খোঁজাখুঁজি করেছিলাম। আজকে লাশটি পাওয়া গিয়েছে। আমরা লাশটি পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করার মাধ্যমে জানতে পারবো অমন্ত সেন তঞ্চঙ্গ্যা কিভাবে খুন হয়েছেন।‌ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের আইনের আওতায় আনতে।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728