গাজা সিটিসহ আশাপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘের
জাতিসংঘ সমর্থিত জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি জানিয়েছে, গাজা সিটি ও এর আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আইপিসি খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপ অর্থাৎ ‘পঞ্চম ধাপে’ গাজা সিটিকে অন্তর্ভুক্ত করেছে। এর মানে হলো, স্থানীয় লোকজন বর্তমানে চরম অনাহার ও দারিদ্র্যের মধ্যে রয়েছেন, এমনকি খাওয়ার মতো কিছুই পাচ্ছেন না। খবর আল জাজিরার।
শুক্রবার এক প্রতিবেদনে আইপিসি জানিয়েছে সেপ্টেম্বেরের শেষ নাগাদ একই পরিস্থিতি তৈরি আশঙ্কা রয়েছে মধ্য গাজার দেইর-আল-বালাহ এবং দক্ষিণ ইউনিসে। খবর আল জাজিরার।
আইপিসির প্রতিবেদনে গাজায় দুর্ভিক্ষের চারটি মূল কারণ চিহ্নিত করা হয়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ ছয় লাখ ৪১ হাজার ফিলিস্তিনি পঞ্চম ধাপ বা বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরাইলের ক্রমবর্ধমান হামলার কারণে ৬২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন এক লাখ ৫৫ হাজার ফিলিস্তিনি। হামলার কারণে মার্চ থেকে প্রায় আট লাখ ফিলিস্তিনি নতুন স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন।
No comments