বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদক :::: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছে।
বুধবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে ছাত্রদল নেতা রাফি সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ভোলার রোড ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় পথচারী, দিনমজুর ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ছাত্রদল নেতা রাফি সিকদার বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব সময় গরীব-দুঃখীদের পাশে থাকার চেষ্টা করে। আমরা চাই, সমাজের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করতে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবো।
এ সময় স্থানীয় পথচারী, দিনমজুর ও অসহায় রোজাদাররা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ধন্যবাদ জানান।
No comments