Ads:

  • সর্বশেষ

    এলজিইডি অফিসের উচ্চমান সহকারী আজিজুরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যেরে অভিযোগ উঠেছে

    অনুসন্ধান প্রতিবেদন  :  এলজিইডি অফিসের উচ্চমান সহকারী মোঃ আজিজুর রহমান যশোর কার্যালয়ে থাকা অবস্থায় দিনের পর দিন অনিয়ম দুর্নীতি ও ঘুষ নিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।



    মোঃ আজিজুর রহমান তিনি একজন এলজিইডি অফিসের উচ্চমান সহকারী পদে কর্মরত রয়েছেন সে অফিসে ঘুষ ছাড়া গ্রাহকদের কোনো কাজ করতে না, ঘুষ হাতে দিলেই কাজ দ্রুত হয়ে যেত, গ্রাহকদের থেকে ঘুষের টাকা নিয়ে থাকেন এই ধরনের একটা তথ্য সাংবাদিকদের নিকট আসে।


    পরবর্তীতে সাংবাদিকরা তথ্য সংগ্রহের কাজ শুরু করেন, যশোর এলজিইডি অফিসের একজন উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন এই অফিসে থাকা কালীন সময়ে তিনি গ্রাহকদের বিভিন্ন অজুহাত দেখিয়ে ঘুষ নিতেন,এই বিষয়টি যখন জানাজানি হয়,এর পর থেকে অনুসন্ধানে নামে সাংবাদিক তথ্য সংগ্রহের জন্য এলজিইডি অফিসে যাওয়া হয় তখন সরেজমিনে গিয়ে দেখা যায় আজিজুর রহমানের হাতে ঘুষের টাকা রয়েছে পরে সেই টাকা তার টেবিলের ডুরার খুলে রাখতে ও দেখা যায় ভিডিও'তে।


    মোঃ আজিজুর রহমানের ঘুষের টাকা নেয়ার ভিডিও ফুটেজ ক্যামেরায় ধরা পড়ে, পরে বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলার জন্য অফিসে যাওয়া হয়, কিন্তু তিনি অফিসে ছিলেন না, অফিসের স্টাফদের সাথে কথা বলে জানা যায় তিনি খুলনার রুপসা অফিসে যোগদান করেছেন। ওই খানে যোগদান করেন সেপ্টেম্বরের শেষের দিকে।


    মোঃ আজিজুর রহমানকে ঘুষ নেওয়ার বিষয়টি জানার জন্য ফোন করা হয়, তিনি বলেন আমি কোন ঘুষের টাকা নেই নাই আমি ঘুষের টাকা নিয়েছি আপনাকে, কে বলেছে যে আপনাকে বলছে সে মিথ্যা কথা বলেছে আমি কোন ঘুষের টাকা কারো কাছ থেকে নেই নাই।


    মোঃ আজিজুর বলেন এই বিষয়টি সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন প্রথমে তিনি শিকার করতে চাননি পরে যখন তাকে বলা হয় যে আপনি ঘুষের টাকা লেনদেন করছেন তার ভিডিও ফুটেজ রয়েছে তখন তিনি বলেন অফিস থেকে যে ভাবে কর্মকর্তারা বলে আমাদের সেই ভাবেই কাজ করতে হয়। তাকে জিজ্ঞেস করা হয় আপনাকে ঘুষ নেয়ার জন্য কে বলেছেন তিনি তখন বিষয়টি এড়িয়ে যান। তাকে অনেক বার জিজ্ঞেস করা হয়েছে আপনাকে কে বলছেন তিনি কারো নাম বলেন নাই তার কথায় বুজা যায় এই ঘুষ নেয়ার বিষয়টি তার ব্যক্তিগত, সরকারি নিয়ম অনুযায়ী যে কোন দপ্তরে ঘুষ লেনদেন করা সম্পন্ন আইন বিরোধী কাজ আর আজিজুর রহমান সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে দিনের পর দিন গ্রাহকদের কাছ থেকে ঘুষ নিয়ে আসছিলেন।


    মোঃ আজিজুর রহমানের বিষয়ে অনুসন্ধানের কাজ চলমান রয়েছে পরবর্তী প্রতিবেদনে অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যসহ অন্যান্য বিষয় তুলে ধরা হবে।


    পরবর্তী প্রতিবেদন দেখার জন্য চোখ রাখুন সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকায়

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728