Ads:

  • সর্বশেষ

    সড়ক নির্মাণ কাজে চাঁদাবাজি ও বাধা প্রদানের অভিযোগে মানববন্ধন।


    বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা। 

    বান্দরবান পার্বত্য জেলা পৌরসভার পশ্চিম বালাঘাটা এলাকায় পার্বত্য জেলা পরিষদ কর্তৃক নির্মাণাধীন সড়কে চাঁদাবাজি ও বাধা প্রদানের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


    আজ: ২৯ অক্টোবর (বুধবার) সকালে জেলা পৌরসভার পশ্চিম বালাঘাটা স্বর্ণ মন্দিরস্থ এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


    এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে এবং জেলা পৌরসভার পশ্চিম বালাঘাটা স্বর্ণ মন্দিরস্থ এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে সড়কটি  নির্মিত হচ্ছিল যাতায়াত ও চলাচলের সুবিধার্থে প্রায় ৭১ লক্ষ টাকা অর্থ ব্যয় করে। তবে সেখানে স্থানীয় বাসিন্দা দিদারুল করিম নামে ব্যাক্তির বাড়ির সামনে দিয়ে সড়ক এর কাজ পড়ায় তিনি প্রকল্পের ঠিকাদারে নিকট অর্থ দাবি করেন এবং তার দাবিকৃত অর্থ না‌ পেয়ে নির্মিত সড়ক এর কাজে বাধা প্রদান করছেন বলেও অভিযোগ তুলেছেন বক্তারা। পাশাপাশি স্থানীয় বাসিন্দা দিদারুল করিম ও তার সঙ্গীরা স্থানীয় দের হুমকি-ধামকি দিচ্ছেন বলেও অভিযোগ তুলেছেন বক্তারা। 


    বক্তারা আরো বলেন, নির্মাণাধীন সড়কটি বাস্তবায়ন হলে এলাকাবাসীর চলাচলের যোগাযোগ ব্যাবস্থা খুবই উন্নত হবে এবং  বিদ্যুৎ, পানিসহ আরো যথাযথ মৌলিক চাহিদা পূরণ এর ক্ষেত্রে সুবিধা হবে।এমতাবস্থায় সড়ক নির্মাণ কাজে বাধা প্রদানের ফলে এলাকাবাসী চরম দুর্ভোগে ভুগছেন।


    এসময় বক্তারা অবিলম্বে নির্মাণাধীন সড়কে চাঁদাবাজি ও বাধা প্রদানকারীদের  বিরুদ্ধে দ্রুত প্রশাসনের আইনগত ব্যবস্থা নিশ্চিত করে এলাকাবাসীর সুবিধার্থে দ্রুত সড়ক এর কাজ শেষ করার জোর দাবি জানান।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728