Ads:

  • সর্বশেষ

    ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রী মারিয়া নিখোঁজ উৎকণ্ঠায় তার পরিবার

    নিজস্ব প্রতিবেদক  : ফরিদপুর রাজেন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্রী মারিয়া ইসলাম (১৮) গত রবিবার (৫ অক্টোবর) দুপুর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা বলছেন, দুপুর ২টার দিকে ফরিদপুরের গোয়ালচামট বাসস্ট্যান্ড অথবা ভাঙ্গা রাস্তার মোড়ের পানি উন্নয়ন বোর্ডের সামনে বাস থেকে নামার পর মারিয়া তার মাকে ফোন দিয়ে জানিয়েছিলেন- তিনি বাস থেকে নেমেছেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।



    মারিয়ার বাড়ি রাজবাড়ীতে। তিনি ফরিদপুরের ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। পরিবারের দাবি, মায়ের সঙ্গে শেষবার কথা বলার কিছুক্ষণের মধ্যেই মারিয়ার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে সর্বত্র খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি।


    মারিয়ার পরিবার এখন চরম উদ্বেগ আর আতঙ্কে দিন কাটাচ্ছে। নিখোঁজ হওয়ার পর থেকেই আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব মিলে শহরের বিভিন্ন এলাকায় খোঁ'জ করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন- তবুও কোনো সাড়া মিলছে না মারিয়ার।


    মারিয়ার মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়েটা শুধু ফোন দিয়েছিল- মা, বাস থেকে নেমেছি। তারপর থেকে কোনো খোঁজ মিলেছে না। আমার বু-ক ফেটে যাচ্ছে, কেউ যদি ওর খবর পেয়ে থাকেন, একটু জানাবেন।


    পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ০১৪০৭৫২৯৭৯৩ এই নম্বরে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

    এ ঘটনায় মারিয়ার নিখোঁজ হওয়ার বিষয়টি ফরিদপুর কোতয়ালী থানায় জানানো হয়েছে এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন মারিয়ার পরিবার।


    যদি কেউ মারিয়ার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে ফরিদপুর কোতোয়ালি থানায় দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মারিয়ার পরিবার।


    একটি মায়ের বু-কভরা আকুতি- ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্রী মারিয়াকে ফিরিয়ে দিন তার আপনজনের কাছে। যোগাযোগ: মারিয়ার মামা-01720550623

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728