Ads:

  • সর্বশেষ

    গোপালগঞ্জে এনটিভির সাংবাদিক মাহবুব হোসেন মারা গেছেন: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ





    নিজস্ব প্রতিবেদক: এনটিভির  গোপালগঞ্জ স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।



    শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


    মাহবুব হোসেন সারমাত স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, দৈনিক মাতৃজগত এবং সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।


    জানা যায়, গত বুধবার (৮ অক্টোবর) তার বুকে একটি সিস্টের অপারেশন হয়েছিল। ওই দিনই তিনি নিজের ফেসবুক ওয়ালে লিখেছিলেন, বুকের সিস্টের অপারেশন করা হলো। আমার জন্য দোয়া করবেন।’ অস্ত্রোপচারের দুই দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার অকাল মৃত্যুতে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728