বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ। - বাংলাদেশ দর্পণ
বান্দরবন প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা
বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলে পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ০৪ সেপ্টেম্বর রোজ: (বৃহস্পতিবার) বান্দরবান সদর উপজেলার কালাঘাটা এলাকায় এ উপহার সামগ্রী জেলে পরিবারের মাঝে তুলে দেওয়া হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান ৩০০নং আসনের সাবেক সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক জনাব: সাচিং প্রু জেরি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক জনাব: অধ্যাপক উসমান গনী, যুগ্ম আহ্বায়ক জনাব: মুজিবর রশিদ, জাহাঙ্গীর আলম, নেজাম উদ্দিনসহ অসংখ্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বিএনপি সবসময় দেশের জনগণের কথা চিন্তা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে এবং এমন উদ্যোগ সামনে ও অব্যহত থাকবে।
No comments