Ads:

  • সর্বশেষ

    বান্দরবান সুয়ালক এর এসএসসি-২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন - বাংলাদেশ দর্পণ

    বান্দরবন প্রতিনিধি:সুকেল তঞ্চঙ্গ্যা, 

    বান্দরবান পার্বত্য জেলা সদর উপজেলাস্থ‌‌‌ ৪নং সুয়ালক ইউনিয়নের ব্রাদারহুড বাইকার টিম সুয়ালক এর উদ্যোগে আয়োজিত সুয়ালক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনের কক্ষে অনুষ্ঠিত ৪নং সুয়ালক এর এসএসসি-২০২৫ এ জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 



    আয়োজিত অনুষ্ঠানে ব্রাদারহুড বাইকার টিম সুয়ালক এর সম্মানিত মেন্টর জনাব: ফারুক খান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাবা: মারুফা সুলতানা খান হীরামুণী, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সম্মানিত ৪নং সুয়ালক ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব: উক্যানু মারমা, সুয়ালক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব: জিল্লুর রহমান, সুয়ালক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব: এম এ লতিফ সিকদার, সুয়ালক ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব: মহিন উদ্দিন, ভাগ্যকূল-কদুখোলা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব: আব্দুর রহমান, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসএসসি-২৫ এ জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী ও পার্বত্য চট্টগ্রাম এর বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি ৩ জেলার মধ্যে ১৮তম অবস্থান করা কৃতি শিক্ষার্থী বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর ছাত্রী, ঐশ্বর্য চক্রবর্ত্তী পূর্ণা,

    এবং সভায় সভাপতিত্ব করেন, সুয়ালক ব্রাদারহুড বাইকার টিম এর সম্মানিত উপদেষ্টা জনাব: মোঃ সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন সুয়ালক ব্রাদারহুড বাইকার টিম এর সদস্যবৃন্দ ও অসংখ্য শিক্ষার্থী।


    অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য অতিথিবৃন্দ রা এসএসসি-২০২৫ এ জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা সংবলিত ক্রেস্ট ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 


    আয়োজকরা জানান, সুয়ালক ব্রাদারহুড বাইকার টিম এর সুয়ালক পরিবর্তের অঙ্গীকার নিয়ে আমাদের দুরন্ত ছুটে চলা। বান্দরবান সদর উপজেলার গুরুত্বপূর্ন একটি ইউনিয়ন সুয়ালক এ আমরাই ১ম বারের মতো এসএসসি জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পেরেছি এবং সমানেও আমাদের এই সুয়ালক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সুন্দর সুন্দর উদ্যোগ অব্যহত থাকবে।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728