বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। - বাংলাদেশ দর্পণ
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে অতিথিরা। নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ২০২৫ শহরের প্রধান সড়কে মহিলাদলের নেতাকর্মীরা বর্ণাঢ্য এক র্যালি বের করে। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ এলাকায় পৌছে শেষ হয়। পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা মহিলা দলের সম্মানিত সভাপতি জনাবা: কাজী নিরুতাজ বেগমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জনাব: মোঃ নাছির উদ্দিন, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি উম্মে কুলসুম লীনা এর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে জেলা ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালি পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার মাত্র আট দিন পরই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলা দল গঠন করেছিলেন। তিনি তখনই উপলব্ধি করেছিলেন, জাতীয় রাজনীতিতে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান ভূমিকা রয়েছে। সেই ধারাবাহিকতায় দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামী দিনগুলোতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
No comments