Ads:

  • সর্বশেষ

    বান্দরবানে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ। - বাংলাদেশ দর্পণ

    সুকেল তঞ্চঙ্গ্যা, আজ ০৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ: সোমবার,‌ বান্দরবান জেলা পরিষদ অডিটরিয়ামে_ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



    বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব: অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব: মোঃ. আবদুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব জনাব: মোঃ মনিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত মূখ্যনির্বাহী কর্মকর্তা (উপসচিব ) জনাব: মোহাম্মদ নজরুল ইসলাম, সম্মানিত নির্বাহী প্রকৌশলী জনাব: পরাক্রম চাকমা, বান্দরবান পার্বত্য জেলা জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব: অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, খামলাই ম্রো, লাল জার লম বম ও মোঃ নাছির উদ্দিনসহ অনেকে।


    অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য গুণগত মানসম্পন্ন শিক্ষা অপরিহার্য। জেলায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হলেও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে তেমন অগ্রগতি হয়নি। এখনো ভৌগোলিক কারণে জেলার প্রায় অর্ধেক জনগোষ্ঠী বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত। বক্তারা আরও বলেন, শুধু কাজু ও কফি চাষের উন্নয়নে সীমাবদ্ধ না থেকে খাদ্যশস্য ও রবি শস্য উৎপাদনেও গুরুত্ব দিতে হবে। এজন্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে জুম চাষকে উন্নত কৃষি ব্যবস্থার আওতায় আনতে হবে।


    তারা জানান, ভবিষ্যতে যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে গুণগত মানের শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং কৃষি খাতের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

    No comments

    ADS :

    Post Bottom Ad

    ad728