বান্দরবান সুয়ালকে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মতবিনিময় সভা। - বাংলাদেশ দর্পণ
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা.
বান্দরবান পার্বত্য জেলা সদর উপজেলাস্থ ৪নং সুয়ালক ইউনিয়নের আমতলী তঞ্চঙ্গ্যা পাড়া যুব সমাজের উদ্যোগে প্রতিবছর ন্যায় আসন্ন শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সুয়ালক আমতলী তঞ্চঙ্গ্যা পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ: ১৮ সেপ্টেম্বর রোজ: (বুধবার) সন্ধা ৭:০০টা দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুয়ালক আমতলী তঞ্চঙ্গ্যা পাড়া যুব সমাজের সদস্য সুকেল তঞ্চঙ্গ্যা-র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়ালক আমতলী তঞ্চঙ্গ্যা পাড়া যুব সমাজের সম্মানিত সিনিয়র উপদেষ্টা জনাব: নান্টু তঞ্চঙ্গ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়ালক আমতলী তঞ্চঙ্গ্যা পাড়া যুব সমাজের সম্মানিত সহ-সভাপতি জনাব: সেমন্ত তঞ্চঙ্গ্যা, সম্মানিত সাধারণ সম্পাদক জনাব: রাজু তঞ্চঙ্গ্যা, সহ-অর্থ সম্পাদক জনাব: রিতন তঞ্চঙ্গ্যা, নারী বিষয়ক সম্পাদক: রোজিনা তঞ্চঙ্গ্যা, এবং সভায় সভাপতিত্ব করেন সুয়ালক আমতলী তঞ্চঙ্গ্যা পাড়া যুব সমাজের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি-র সেনা সদস্য জনাব: ঞ্জানেন্দু তঞ্চঙ্গ্যা,
এসময় বক্তারা বলেন, শুভ প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মালম্বীদের একটি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। প্রতিবছর ন্যায় এ বছরেও সুয়ালক আমতলী তঞ্চঙ্গ্যা পাড়া তে এ উৎসব ফানুস উত্তোলন এবং খুবই আনন্দ ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে এ উৎসব উদযাপিত হবে। সে উপলক্ষে সকল ধরণের প্রস্তুতি নেওয়া হবে।
প্রসঙ্গত: শুভ প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মালম্বীদের একটি প্রধান ও দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। যা আষাঢ়ী পুর্ণিমা হতে শুরু হওয়া তিন মাস ব্যাপী বর্ষাবাস শেষে শুভ প্রবারণা পূর্ণিমা যা আশ্বিনী পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। এ দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিনয়ভিত্তিক ব্রত পালন করেন এবং অশুভ কে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করেন। সাথে মানব জাতির সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।
No comments